গাছ দিয়ে ঘর সাজানোর ৫ ফয়দা। ছবি: সংগৃহীত।
পেশাদার অন্দরসজ্জাশিল্পীকে দিয়ে নয়, নতুন ফ্ল্যাট নিজের হাতেই সাজাবেন বলে মনস্থির করেছেন। তবে কী ভাবে সাজাবেন, সেটা নিয়ে নানা ভাবনাচিন্তা চলছে। ঘর সাজাতে বাহারি গাছের বিকল্প নেই। ঘরের পুরো ভোল বদলে যায় শুধু গাছের সৌন্দর্যে। তবে ইন্ডোর প্ল্যান্ট যে শুধু ঘরের সাজে শৈল্পিক ছোঁয়া আনে, তা নয়। গাছের সবুজের আভায় চারিদিক ভরে থাকলে, মনও ভাল হয়ে যায়। গাছ দিয়ে ঘর সাজালে আর কী কী উপকার হয়?
১) গাছ দিয়ে অন্দর সাজালে ঘরের বাতাস পরিশুদ্ধ হয়। বায়ুতে মিশে থাকা দূষিত পদার্থ, ধূলিকণা গাছ শোষণ করে নেয়। ঘরে গাছ থাকলে বাতাস চলাচলেও সুবিধা হয়। প্রাণভরে শ্বাস নেওয়া যায়। ভেরা, প্যাথোস কিংবা আইভির মতো গাছ ঘরে থাকলে, তবেই এই সুবিধাগুলি পাওয়া যায়।
২) মানসিক অবসাদ, উদ্বেগ, মনখারাপের দাওয়াই হতে পারে ইন্ডোর প্ল্যান্ট। কচি পাতার সবুজ রং, গাছের কুঁড়ি, বাহারি ফুল মনের যত্ন নেয়। তা ছাড়া টবের মাটির সোঁদা গন্ধে মন ভাল হয়।
৩) ফুরফুরে থাকতেও ঘরে থাকা গাছ সাহায্য করবে। সারা দিন পরিশ্রম করে বাড়ি আসার পর যদি ঘরের সবুজ গাছগুলির দিকে তাকান, তা হলে ক্লান্তি উবে যেতে বাধ্য। মানসিক ক্লান্তিও একেবারে চলে যাবে।
৪) কারিপাতা, লঙ্কা কিংবা পুদিনার মতো গাছ বাড়িতে রাখার কিছু সুবিধা আছে। রান্নায় সব সময় টাটকা উপকরণ ব্যবহার করা যায়। তাতে রান্নার স্বাদও বেড়ে যায়। হাতের কাছেও সব পাওয়া যায়।
৫) ল্যাভেন্ডার, জেসমিন, ক্যামোমাইলের মতো কিছু গাছ ঘরে থাকলে অনিদ্রার সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে। এই গাছগুলি মন এবং মস্তিষ্ক দুই-ই শান্ত করে। স্নায়ুর অস্থিরতা কমায়। ফলে দ্রুত ঘুমিয়ে পড়া অনেক বেশি সহজ হয়।