Cocopeat

গাছ ভাল হয় বলে মাটির সঙ্গে কোকোপিট মেশান? বাড়িতেই কিন্তু তা তৈরি করা যায়, জেনে নিন পদ্ধতি

গাছের জন্য উপকারী কোকোপিট। মাটির সঙ্গে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। কী ভাবে এটি বাড়িতে তৈরি করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৩:৪৬
কোকোপিট কী ভাবে বাড়িতে তৈরি করবেন?

কোকোপিট কী ভাবে বাড়িতে তৈরি করবেন? ছবি: ফ্রিপিক।

সব্জি হোক বা ফল-ফুল। গাছের জন্য যখন টবে মাটি প্রস্তুত করা হয়, তখন অনেকেই তাতে কোকোপিটও মেশান। নার্সারিতে বা অনলাইনে কিনতে পাওয়া যায় এটি।

Advertisement

কী এই কোকোপিট? কী ভাবেই বা তৈরি করা হয়?

গাছ বেড়ে ওঠার জন্য মাটি যেমন মাধ্যম, তেমনই কোকোপিট। নারকেলের ছোবড়া থেকে এটি তৈরি করা হয়। এতে থাকে নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জ়িঙ্ক। যার মধ্যে বেশ কয়েকটি গাছ বেড়ে ওঠার জন্য জরুরি। মাটির চেয়ে বেশ হালকা কোকোপিট। গাছ বসানোর আগে মাটি প্রস্তুত করতে হয়। সেই সময়ে এই উপাদানটি মাটির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়। যে হেতু এটি মাটির মতো শক্ত হয় না, গাছের শিকড় ছড়িয়ে পড়তে তা সাহায্য করে। কোকোপিট ব্যবহারে গাছের মাটি আলগা থাকে। ফলে জল-হাওয়া ভাল ভাবে মাটিতে প্রবেশ করতে পারে।

কী ভাবে তৈরি করবেন কোকোপিট?

কয়েকটি নারকেলের বাইরের অংশ বা ছোবড়া ছাড়িয়ে নিন। সেগুলি টুকরো করে কেটে একটি বালতিতে মাটি মেশানো জল নিয়ে তাতে ডুবিয়ে দিন। অন্তত দু’মাস জলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে নারকেলের ছোবড়া। তার পর জলটি ছেঁকে নিতে হবে। তবে এই জল ফেলে দেবেন না, যে কোনও গাছের গোড়ায় দিয়ে দিন। কারণ এই জলটিও গাছের জন্য উপকারী।

জল থেকে তুলে নারকেলের নরম হয়ে যাওয়া ছোবড়াগুলি শুকিয়ে নিন। তার পর ছোট টুকরো করে কেটে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নেওয়ার পর চালনিতে চেলে নিলেই পাওয়া যাবে গুঁড়ো কোকোপিট।

আরও পড়ুন
Advertisement