Cleaning Tips

শাওয়ারের মুখে মরচে পড়েছে, ময়লা জমে জল পড়া বন্ধ, ঘরোয়া উপায়ে কী ভাবে পরিষ্কার করবেন?

শাওয়ার পরিষ্কার করা ততটাও কঠিন নয়। ঘরোয়া উপায়েই শাওয়ারের মুখের ময়লা ও আয়রনের আস্তরন পরিষ্কার করে ফেলা যাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১৮:৩৫
How to Clean a Shower, here are the easy tips

শাওয়ারের মুখে ময়লা জমলে পরিষ্কার করার উপায় কী। ছবি: ফ্রিপিক।

স্নানঘরের শাওয়ার দীর্ঘদিন ব্যবহার করতে করতে তাতে জলের ময়লা বা আয়রনের আস্তরণ পড়ে যায়। যদি পরিষ্কার না করা হয়, তা হলে ময়লা জমতে জমতে জল পড়াও বন্ধ হয়ে যায়। অনেকেই ভাবেন, এই ধরনের সমস্যা থেকে বাঁচতে কোনও পেশাদারকেই ডাকতে হবে বুঝি! কিন্তু শাওয়ার পরিষ্কার করা ততটাও কঠিন নয়। ঘরোয়া উপায়েই শাওয়ারের মুখের ময়লা ও আয়রনের আস্তরন পরিষ্কার করে ফেলা যাবে।

Advertisement

শাওয়ারের মুখে আয়রনের পাতলা আস্তরণ পড়ে তা হলে তা নুন-লেবু দিয়েই পরিষ্কার হয়ে যাবে। নুন ও লেবুর মিশ্রণ শাওয়ারের মুখে মাখিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখুন রাতভর। সকালে দেখবেন শাওয়ারের মুখে ময়লা, মরচে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে।

নুন ও ভিনিগার দিয়েও খুব ভালভাবে শাওয়ার পরিষ্কার করা যায়। এটিও কয়েক ঘণ্টা মাখিয়ে রাখুন। সব ময়লা উঠে যাবে।

লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ শাওয়ারের মুখে ভাল করে মাখিয়ে রাখুন। সারা রাত রাখতে পারলে ভাল হয়। না হলে অন্তত ঘণ্টাখানেক অপেক্ষা করুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেললেই একদম নতুনের মতো ঝকঝক করবে।

Advertisement
আরও পড়ুন