Aquarium Winter Care

শীতে কি অ্যাকোয়ারিয়ামের আলাদা যত্ন নিতে হয়? ত্রুটি থাকলে মরে যেতে পারে শখের মাছগুলি!

অ্যাকোয়ারিয়ামের মাছগুলির যত্ন নিতে নিয়ম করে খাবার দেওয়া, যত্ন নেওয়া, নির্দিষ্ট সময় অন্তর জল বদলানো, সবই করা জরুরি। তবে শীতে অ্যাকোরিয়ামের বাড়তি যত্ন নেওয়া জরুরি। না হলে মাছ মরে যেতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৫
অ্যাকোয়ারিয়ামের যত্ন নিন।

অ্যাকোয়ারিয়ামের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

কাচের বাড়িতে স্বচ্ছ জল। তার মধ্যে লাল-নীল রঙের মাছেদের সংসার। অনেকেরই অবসর কাটে বাড়ির অ্যাকোয়ারিয়ামের মাছেদের সঙ্গে গল্প করে। পাথরকুচি, কৃত্রিম গাছ, আলো, নানা ধরনের শো পিস দিয়ে মাছেদের সংসার সাজিয়ে রাখা অনেকেরই প্রিয় কাজগুলির মধ্যে একটা। সারা দিনে কত বার যে অ্যাকোরিয়ামের দেখাশোনা করেন, অনেকের ক্ষেত্রেই তার কোনও হিসাব নেই। তা ছাড়া অ্যাকোয়ারিয়ামের মাছগুলির যত্ন নিতে নিয়ম করে খাবার দেওয়া, যত্ন নেওয়া, নির্দিষ্ট সময় অন্তর জল বদলানো, সবই করা জরুরি। তবে শীতে অ্যাকোরিয়ামের বাড়তি যত্ন নেওয়া জরুরি। না হলে মাছ মরে যেতে পারে।

Advertisement

১) শীতে অ্যাকোয়ারিয়ামের জলের নির্দিষ্ট তাপমাত্রা থাকা জরুরি। সেক্ষেত্রে হিটার ব্যবহার করতে পারেন। বাজারে অ্যাকোয়ারিয়ামের জন্য নানা ধরনের হিটার কিনতে পাওয়া যায়। তবে কেনার আগে অ্যাকোয়ারিয়ামের জলের পরিমাণ কতটা সেটা জেনে নিন। সেই অনুযায়ী হিটার কেনা জরুরি।

২) এমনিতে কয়েক দিন অন্তর অ্যাকোয়ারিয়ামের জল পরিবর্তন করা জরুরি। তবে শীতকালে এই নিয়ম বদলানো যেতে পারে। হঠাৎ জল বদলে ফেলে শীতে মাছেদের নতুন জলে খাপ খাওয়াতে সমস্যা হতে পারে। তার চেয়ে একেবারে পুরো জল বদলে না ফেলে, অল্প অল্প করে বদলাতে পারেন।

৩) শীতে আবহাওয়ায় বদল আসে। পরিবর্তন ঘটে তাপমাত্রার। এই সময় মাছেদের নানা ছত্রাকজনিত রোগের ঝুঁকি থাকে। তাই এই সময় অ্যাকোয়ারিয়ামের মাছেদের চাই পুষ্টিকর খাবার। তবে অতিরিক্ত খাবার দেওয়াও ঠিক নয়। তাতে আবার হিতে বিপরীত হতে পারে।

৪) শীতকালে তো বটেই, তবে বছরের কোনও সময়েই অ্যাকোয়ারিয়ামের বাইরে বেশি ক্ষণ মাছেদের রাখা ঠিক হবে না। সাধারণত সারা বছর একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকতেই অভ্যস্ত মাছেরা। শীতকালে বাইরের আবহাওয়ায় রাখলে মুশকিল হতে পারে। অ্যাকোয়ারিয়ামের পাশে কোনও জানলা থেকে থাকলে, শীতের মরসুমে সেটি বন্ধ রাখলেই ভাল।

Advertisement
আরও পড়ুন