ড্রেসিং টেবিল সাজাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
ঘরের এক কোনে রাখা সাজগোজ করার টেবিলটি মেয়েদের খুব কাছের। নিজের সাজের পাশাপাশি টেবিলের সজ্জা নিয়েও নানা খুঁটিনাটি চলতে থাকে তাঁদের মাথায়। রকমারি নকশার ড্রেসিং টেবিল যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনই উপযুক্ত সজ্জায় ড্রেসিং টেবিলও হয়ে ওঠে সুন্দর। কাঠ থেকে শুরু করে প্লাইউডের রকমারি ড্রেসিং টেবিল হয়। তবে চওড়া ড্রেসিং টেবিল হলে তা সুন্দর করে সাজানো যায়।
কী ভাবে সাজাবেন ?
ফুলের ছোঁয়া
ফুলের ছোঁয়ায় ড্রেসিং টেবিল হয়ে উঠতে পারে একেবারে অন্যরকম। রকমারি ফুলদানিতে ফুল সাজানো যায়, আবার স্বচ্ছ কাচের পাত্রেও রঙিন ফুল সাজিয়ে রাখলে দেখতে ভাল লাগে। কৃত্রিম ফুল রাখতেই পারেন, তবে যদি টাটকা ফুলের ছোঁয়া থাকে তবে সৌন্দর্যের সঙ্গে সুগন্ধ বাড়তি পাওনা হতে পারে।
আলো
সঠিক আলোক সজ্জায় শুধু ড্রেসিং টেবিল সুন্দর লাগে তা নয়, সাজগোজের জন্যও সঠিক আলো প্রয়োজন। সঠিক আলো ছাড়া রূপটানেও অসুবিধা হয়। তবে ড্রেসিং টেবিলে যদি সুন্দর একটা টেবিল ল্যাম্প লাগানো যায় তা হলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প হয়, লম্বা, উপরে ছাউনি দেওয়া। পছন্দমতো যে কোনও একটি বেছে নিতে পারেন।
সবুজের ছোঁয়া
ড্রেসিং টেবিলে সবুজের ছোঁয়া সজীবতা এনে দিতে পারে। ঘরের জন্য উপযোগী যে কোনও গাছ সুন্দর টবে রাখতে পারেন ড্রেসিং টেবিলে। কাচের ফুলদানিতে জলে বেড়ে ওঠে এমন গাছও রাখা যায়। লাকি ব্যাম্বু, পিস লিলি, পোথোস রাখতে পারেন সজ্জায়।
সাজিয়ে রাখুন প্রসাধনী
সুগন্ধির সুন্দর বোতল, কাচের কারুকাজ করা ঢাকনা দেওয়া পাত্রও ব্যবহার করতে পারেন ড্রেসিং টেবিল সাজিয়ে তুলতে। কাচের পাত্রে হার, দুল সাজিয়ে রাখতে পারেন। নেল পালিশ থেকে অন্যান্য প্রসাধনী সাজিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের তাক পাওয়া যায়। ড্রেসিং টেবিলের উপর সেই তাক রেখে জিনিসপত্র গুছিয়ে রাখুন।
ঘর সাজানোর জিনিস
ঘর সাজানোর পুতুল, মূর্তি, ছোট ছোট আলো যোগ করেও ড্রেসিং টেবিল সাজাতে পারেন। আসলে কোনও জিনিস সাজানোর নির্দিষ্ট কোনও নিয়ম নেই। তা অনেকটাই নিজের ভাল লাগা, রুচি, পছন্দের উপর নির্ভর করে। যিনি সাজাচ্ছেন তাঁর দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয় গৃহের সাজসজ্জায়।