3 Flower Full Of Scent

ফুটে থাকা ফুলেই ছড়াক সৌরভ, কোন তিন গাছ রাখবেন শখের বাগানে?

ফুলদানির ফুলে নয়, গাছের ফুটন্ত ফুলের সুবাসেই ভরুক বাড়িঘর। বারান্দার এক চিলতে বাগান হোক বা ছাদ বাগান কোন কোন ফুলগাছ রাখবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২০:০৬
কোন কোন ফুল বাগানে বড় করলে, সুবাসে ভরবে বাড়ি?

কোন কোন ফুল বাগানে বড় করলে, সুবাসে ভরবে বাড়ি? ছবি:ফ্রিপিক।

বাড়ি লাগোয়া এক চিলতে জমি থাক বা না থাক— গাছগাছালির শখ থাকলে যে কোনও জায়গাতেই তৈরি করা যায় শখের বাগান। বাড়ির দক্ষিণ খোলা জানলা দিয়ে যদি চান টাটকা ফুলের সৌরভ ভেসে আসুক, তা হলে বরং বাগান সাজাতে পারেন বিশেষ কয়েকটি ফুল গাছ দিয়ে।

Advertisement

মাধবীলতা: হালকা গোলাপি রঙের ফুল গাছে ভরে থাকলে তার সৌন্দর্যে শুধু দৃষ্টি থমকায় না, মৃদু সুবাসও গাছের কাছাকাছি গেলে বেশ টের পাওয়া যায়। চাইলে এমন ভাবে এই গাছ পুঁততে পারেন যাতে বাড়ির বাড়ির রেলিংয়ে জড়িয়ে তা বেড়ে ওঠে। তবে স্থানাভাব থাকলে টবেও বসাতে পারেন গাছটি। টবের গাছের ক্ষেত্রে সেটি হবে বামন প্রজাতির।

মাধবীলতার জন্য মাঝারি আকারের টব বেছে নিন। আর চারা বসানোর জন্য জরুরি মাটির প্রস্তুতি। বাগানের সাধারণ মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে কম্পোস্ট, কোকোপিট, বালি। সার হিসাবে যোগ করতে পারেন ১ চা-চামচ ফসফেট, হাড়গুঁড়ো। টবে জল জমলে গাছের ক্ষতি। তাই টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হওয়া দরকার। টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেলে গাছে জল দেওয়া দরকার। মাধবীলতা রোদে ভাল বেড়ে ওঠে। অন্তত ঘণ্টা ছয়েক সূর্যালোক পায় এমন স্থানে এটি বসানো প্রয়োজন।

গন্ধরাজ: সাদা ফুলের সুবাস টের পাওয়া যায় দূর থেকেই। নামেই এর পরিচয়। মাটিতে বসালে এই গাছ বেশ বড় হয়। তবে জায়গার অভাব হলে টবেও বসানো যায় গন্ধরাজ। ১০-১২ ইঞ্চি টবেই গাছ বসাতে পারেন। দোআঁশ, বেলে দু’ধরনের মাটিতেই গাছ হবে। তবে ভাল হয় যদি দু’রকম মাটি মেশানো যায়। নির্দিষ্ট ধরনের মাটি না পেলে যে মাটি পাবেন তার সঙ্গে ৫০ ভার জৈব সার মিশিয়ে নিতে পারেন। গন্ধরাজ গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না। তবে জল কম হলেও গাছের ক্ষতি। রোদে এই গাছ বেড়ে ওঠে ভাল ভাবে।

বেলফুল: বেলফুলের সুবাসও গরমের দিনে টের পাওয়া যায় দূর থেকে। ছোট্ট সাদা ফুলের সৌরভ মন মাতানো। দোআঁশ মাটিতে বেলফুল ভাল হয়। একইসঙ্গে টবের মাটিতে যেন জল দিলেও তা জমে না যায়, খেয়াল রাখা দরকার। রাসায়নিক সার ব্যবহার করতে হলে ফসফেট, ইউরিয়া প্রয়োগ করা যায়। তবে জৈব সার হিসেবে খোল, গোবর সার দিতে পারেন। সূর্যালোকেই এই গাছ ভাল বেড়ে ওঠে। গাছে বেশি ফুল পেতে গেলে মাসে একবার সঠিক পদ্ধতিতে গাছটি ছাঁটাই করা দরকার।

Advertisement
আরও পড়ুন