WhatsApp Video call from Google Message

গুগ্‌ল মেসেজ থেকেও হবে হোয়াট্‌সঅ্যাপ ভিডিয়ো কল, অল্প দিনের মধ্যেই আসছে বড় বদল

গুগ্‌ল মেসেজ অ্যাপটিতে এত দিন পর্যন্ত ভিডিয়ো কলের জন্য কেবল ‘গুগ্‌ল মিট’ ব্যবহার করা যেত, যা মাত্র এক ঘণ্টা বিনামূল্যে ব্যবহার করা যায়। কিন্তু এখন হোয়াট্‌সঅ্যাপে ভিডিয়ো কলও করা যাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫
Google messages is set to introduce new feature allow users to initiate WhatsApp Video Call

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় চমক আনছে গুগ্‌ল। ছবি: ফ্রিপিক।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে গুগ্‌ল। গুগ্‌ল মেসেজ থেকেই এ বার হোয়াট্‌সঅ্যাপ ভিডিয়ো কল করা যাবে। গুগ্‌ল মেসেজ অ্যাপটিতে এত দিন পর্যন্ত ভিডিয়ো কলের জন্য কেবল ‘গুগ্‌ল মিট’ ব্যবহার করা যেত যা মাত্র এক ঘণ্টা বিনামূল্যে ব্যবহার করা যায়। তাতেই ভিডিয়ো কল, মিটিং বা কনফারেন্সের কাজ সেরে নেওয়া হত। কিন্তু এখন থেকে হোয়াট্‌সঅ্যাপের সঙ্গেও জুটি বাঁধল গুগ্‌ল।

Advertisement

গুগ্‌ল মেসেজ একটি অ্যাপ যা মোবাইলে গুগ্‌ল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আবার ওয়েব ব্রাউজ়ারেও খোলা যাবে। কম্পিউটার বা ল্যাপটপের ওয়েব ব্রাউজ়ারে গুগ্‌ল মেসেজ খুললে তাতে নিজের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার পর সেখান থেকে ভিডিয়ো কলে কথা বলতে চাইলে, গুগ্‌ল মিটে না গিয়ে সরাসরি হোয়াট্‌সঅ্যাপে কল করা যাবে। তবে যাঁর সঙ্গে কথা বলতে চাইছেন, তাঁর হোয়াট্‌সঅ্যাপে অ্যাকাউন্ট থাকতে হবে। গুগ্‌লের তরফে জানানো হয়েছে, এখন কেবলমাত্র ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে হোয়াট্‌সঅ্যাপ ভিডিয়ো কল ব্যবহার করতে দেবে গুগ্‌ল। তবে পরে গ্রুপ কলের সুবিধাও আনা হবে।

গুগ্‌ল অ্যাকাউন্ট রয়েছে, এমন যে কেউই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। অতিমা্রির এই সময়ে স্কুল-কলেজের ক্লাস থেকে অফিসের মিটিং কিংবা বন্ধুদের আড্ডা— অনেক কিছুর জন্যই গুগ্‌ল মিট ব্যবহার করা হত। কিন্তু এর অসুবিধা হচ্ছে, যাঁর সঙ্গে কথা বলতে চাইছেন তাঁর গুগ্‌ল মিট থাকতেই হবে। অথবা তাঁকে নিজের অ্যাকাউন্ট তৈরি করে গুগ্‌ল মিট ইনস্টল করতে হবে। আর এই পরিষেবা মাত্র এক ঘণ্টার জন্যই বিনামূল্যে দেওয়া হয়। কিন্তু হোয়াট্‌সঅ্যাপে সেই অসুবিধা নেই। এখন প্রায় প্রত্যেকেরই হোয়াট্‌সঅ্যাপ রয়েছে। তাই যদি গুগ্‌ল মেসেজে অ্যাকাউন্ট তৈরি করে রাখা যায়, তা হলে যত ক্ষণ খুশি হোয়াটস্‌অ্যাপ ভিডিয়ো কল করে কথা বলা বা মিটিং করা যাবে। লাইভ স্ট্রিমিং-এর সুবিধাও থাকবে। সেই সঙ্গে প্রয়োজনীয় ভিডিয়ো কল বা স্ট্রিমিং গুগ্‌ল ড্রাইভে সেভ করে রাখাও যাবে। গুগ্‌ল জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই এই পরিষেবা চালু হয়ে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন