মেট্রো স্টেশনে পড হোটেল! ৪০০ টাকাতেই থাকার সুবিধা?
জিরিয়ে নেওয়ার জন্য সময় মাত্র কয়েকটি ঘণ্টা। দিনভর ট্রেন যাত্রা বা বিমান যাত্রা করে ক্লান্ত শরীরে সে জন্য আবার হোটেল খোঁজা, এক রাতের ভাড়া গোনা বেশ ঝক্কির।
কিংবা রাত অনেকটাই হয়েছে, সেই সময় স্টেশনে নেমে, বাইরে বেরিয়ে ঘর খোঁজার ঝঞ্ঝাট এড়াতে এ বার দিল্লির মেট্রো রেল কর্পোরেশন যাত্রীদের জন্য তৈরি করল পড হোটেল, তা-ও মাত্র ৪০০ টাকায়।
পরিচ্ছন্ন বিছানা, ওয়াইফাই পরিষেবার সুযোগের পাশাপাশি যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অবসর বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে। নির্দিষ্ট চত্বরে খেলাধুলোর ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। মালপত্র রাখার জন্য থাকবে লকার। থাকবে পরিচ্ছন্ন স্নানঘর। আর এই সুবিধা মিলবে নয়াদিল্লি মেট্রো স্টেশনে। এমনিতে এই স্টেশন খুব গুরুত্বপূর্ণ। হলুদ লাইন এবং এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের যাত্রীরা এই স্টেশনে এসে এক লাইন থেকে অন্য লাইনের মেট্রোয় উঠতে পারেন। ফলে যাত্রীসংখ্যাও এই স্টেশনে বেশি হয়।
দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত যাত্রীরা যাতে এখানে জিরিয়ে নেওয়ার সুযোগ পান, সে কারণেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন চালু করেছে পড হোটেল। পড হোটেলে আলাদা করে এক জন থাকার মতো বিছানা থাকে।
পড হোটেলের ভাবনা অবশ্য ভারতে নতুন নয়। ভারতীয় রেল একাধিক স্টেশনে পড রিটায়ারিং রুমের ব্যবস্থা করেছে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনেই রয়েছে এই সুবিধা। তবে মেট্রো রেলের তরফে এমন উদ্যোগ নতুনই।
কর্মূসত্রে দিল্লি যান বা বেড়াতে— চাইলে এখানেই যাত্রীরা থেকে যাতে পারবেন। এর সুবিধাও অনেক। কেউ যদি বিমানবন্দর হয়ে রাজধানীতে আসেন, তিনি এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের মেট্রো ধরতে পারেন। আবার দিল্লি মেট্রোর হলুদ লাইন শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। ফলে মেট্রো ব্যবহার করে দিল্লির দ্রষ্টব্য স্থানগুলিও এ ক্ষেত্রে ঘুরে নেওয়া যাবে।
মেট্রো স্টেশনে থাকার ব্যবস্থা হলে যাত্রীকে বাইরে গিয়ে আলাদা করে ঘর খুঁজতে হবে না।
দিল্লির কোন দ্রষ্টব্য স্থান ঘুরবেন কোন মেট্রো স্টেশন থেকে?
চাঁদনি চক মেট্রো স্টেশন: এখান থেকে খুব কাছেই লাল কেল্লা। এ ছাড়া ঘুরে নিতে পারেন জামা মসজিদ এবং আশপাশের বাজার এলাকা।
ছত্তরপুর মেট্রো স্টেশন: এখান থেকেও দিল্লির অন্যতম দ্রষ্টব্য লাল কেল্লা ঘুরে নেওয়া যায়।
কুতুব মিনার মেট্রো স্টেশন: এখান থেকে ঘুরে নিতে পারেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ় সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত কুতুব মিনার।
নেহরু প্যালেস মেট্রো স্টেশন: লোটাস টেম্পল ঘুরতে গেলে সুবিধা হবে এই স্টেশনে নামলে। মেট্রো স্টেশন থেকে লোটাস টেম্পলের দূরত্ব মাত্র ১.২ কিলোমিটার।
সেন্ট্রাল সেক্রেটরিয়েট মেট্রো স্টেশন: এখান থেকে ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন এলাকায় ঘোরা সহজ।