Deepika Padukone

নীল রং যেন হল নতুন রূপে প্রিয়, সৌজন্যে দীপিকা

নানা নীলের ছটায় নায়িকা যেন গরম কালকে বরণ করলেন টলমলে মনে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৫:৪৮
দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম

কোন রঙের পোশাক পরে মায়া ছড়াবেন এ মরসুমে? উত্তর আছে দীপকার কাছে।

দীপিকা। দীপিকা পাড়ুকোন। তাঁর সাজ নিয়েই চর্চা চলছে এখন। সৌজন্য নীল রং। নানা নীলের ছটায় নায়িকা যেন গরম কালকে বরণ করলেন টলমলে মনে। গ্রীষ্ম-সাজে নরম নীলের এমন ব্যবহার আরাম দিচ্ছে চোখে, মনেও। যাঁরা দেখছেন, তাঁরা তেমনই বলছেন।

Advertisement

এক রঙের পোশাকে সাজ এক কথা। আর শুধুই একটি রঙে সাজ সম্পূর্ণ করা আর এক। তা দেখেই অবাক বলি-জগত। চেহারায় এমন দীপ্তি আনলেন কী ভাবে অভিনেত্রী? শরীর জাপটে ধরা, হাত কাটা এক নীল ড্রেস। কাধ থেকে নেমে আসছে আরও একটু গাঢ় নীল সুতির ট্রেঞ্চ কোট। পাদুকা যুগলও নীল। সরু-উঁচু হিল। আর সবে মিলে মোহময়ী নায়িকা। ইনস্টাগ্রামে সেই ছবি দেখে অনেকেরই মন্তব্য প্রাচীন গ্রিসের কোনও এক দেবীকে হেঁটে যেতে দেখা যাচ্ছে যেন!

Advertisement
আরও পড়ুন