COVID 19

Covid Vaccine: ‘টিকা নিয়ে জ্বর হল না! তবে কি আমার টিকায় জল?’ কী বলছেন চিকিৎসকেরা?

‘‘টিকা নেওয়ার পর কার কেমন পার্শ্বপ্রতিক্রিয়া হবে, কারও আদৌ হবে কি না— তা নির্ভর করছে শরীরের রোগ প্রতিরোধক কাঠামোটির উপর।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৫:৪৩
টিকা নিয়ে জ্বর হল না, টিকা আদৌ কাজ করল কি?

টিকা নিয়ে জ্বর হল না, টিকা আদৌ কাজ করল কি? ছবি: সংগৃহীত

উত্তর কলকাতায় পাশাপাশি ২ বাড়িতে থাকেন ২ বন্ধু, বিশ্বরূপ রায় আর সুব্রত ঘোষ। একই বয়স। দু’জনেই মধ্য ষাটে। দু’জনের কারও তেমন রোগবালাই নেই। একই দিনে একই কোম্পানির কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন দু’জনে। বিশ্বরূপ কিছুই টের পাননি। সুব্রত ৩ দিন জ্বরে শয্যাশায়ী। পুরোটি জেনে বন্ধুর কাছে বিশ্বরূপের প্রতিক্রিয়া, ‘‘যাক, তোর জ্বর হয়েছে মানে, তোকে ঠিক টিকা দেওয়া হয়েছে। আমারটা পুরো জল!’’

ঠাট্টা করে ‘‘টিকা নেওয়ার পর আমার কিছুই হল না, কারণ আমার টিকায় জল’’— এমন কথা অনেকেই বলছেন। অনেকের মনে এই প্রশ্ন আসছেও, টিকা নিয়ে সকলেরই একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না কেন? তবে সব টিকা সমান কাজ করছে না?

Advertisement

চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলছেন, এমন ভাবার কোনও কারণ নেই। ‘‘টিকা নেওয়ার পর কার কেমন পার্শ্বপ্রতিক্রিয়া হবে, কারও আদৌ হবে কি না— তা নির্ভর করছে শরীরের রোগ প্রতিরোধক কাঠামোটির উপর।’’ বলছেন তিনি।

করোনার টিকায় ভাইরাসটির শরীরের প্রোটিন কোষই থাকে। ফলে করোনা সংক্রমণ হলে রোগ প্রতিরোধ শক্তি যে আচরণ শুরু করে, টিকা শরীরে গেলেও অনেক সময়েই তেমন কাণ্ডকারখানাই করতে থাকে। ‘‘যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও প্রমাণ নেই, তবে এমনও হতে পারে টিকা নেওয়ার পর যাঁদের পার্শ্বপ্রতিক্রিয়ার পরিমাণ বেশি হচ্ছে, কোভিড সংক্রমণ হলেও তাঁদের সমস্যা বেশি হত,’’ বলছেন সুবর্ণ। তবে কোভিডের হাত থেকে বাঁচতে টিকাই একমাত্র রাস্তা, এমনটাও বলছেন তিনি। তাই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে টিকা এড়িয়ে গেলে চলবে না। আবার পার্শ্বপ্রতিক্রিয়া হল না মানে, টিকা কোনও কাজই করল না— এমনটা ভাবা ভুল বলে জানাচ্ছেন তিনি।

Advertisement
আরও পড়ুন