Biryani

প্যাকেটভর্তি বিরিয়ানি, কিন্তু মাংস নেই! রেস্তরাঁর বিরুদ্ধে মামলা করলেন দম্পতি, চাইলেন ক্ষতিপূরণ

মাংস ছাড়া বিরিয়ানি দেওয়ার ‘অপরাধে’ রেস্তরাঁর নামে আদালতে মামলা ঠুকলেন এক দম্পতি। শেষ পর্যন্ত কী ফয়সলা হল?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ ১৬:২১
Couple takes restaurant to court for serving chicken less biriyani.

শুধু বিরিয়ানির জন্য! ছবি: সংগৃহীত।

বিরিয়ানি কিনে এনেছিলেন বাড়ি বসে আয়েশ করে খাবেন বলে। কিন্তু প্যাকেট খুলতেই দেখা গেল বিরিয়ানির ভাত ঠাসা থাকলেও, মাংস নেই। মাংস ছাড়া বিরিয়ানি দেওয়ার ‘অপরাধে’ রেস্তরাঁর নামে আদালতে মামলা ঠুকলেন এক দম্পতি। বিরিয়ানির জন্য যে মানুষ কত দূর যেতে পারে, তা প্রমাণ হল আরও এক বার।

Advertisement

বেঙ্গালুরুর বাসিন্দা ওই দম্পতি বিরিয়ানি বলতে অজ্ঞান। বিভিন্ন দোকানের বিরিয়ানি চেখে দেখেন তাঁরা। কিছু দিন আগেই বাড়ির কাছের একটি রেস্তরাঁ থেকে ১৫০ টাকা দিয়ে এক প্লেট চিকেন বিরিয়ানি কিনে আনেন। রেস্তরাঁ থেকেই খেয়ে আসতে পারতেন, কিন্তু বাড়ি ফিরে গুছিয়ে বসে খাবেন বলে কিনে আনেন। বাড়ি ফিরে থালায় বিরিয়ানি ঢালতেই চক্ষু চড়কগাছ। ভাত আছে, কিন্তু মাংসের কোনও চিহ্ন নেই। মাংস ছাড়া বিরিয়ানি দেখেই মাথা গরম হয়ে যায় দু’জনের। রেস্তরাঁ মালিককে ফোন করে মাংস না দেওয়ার জন্য অভিযোগ জানান। রেস্তরাঁর তরফে নিজেদের ভুল স্বীকার করে নিয়ে মাংস পাঠানোর আশ্বাসও দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও মাংস আসেনি।

দম্পতির দাবি, মাংসের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন তাঁরা। কিন্তু অপেক্ষাই সার হয়েছে। মাংস আর আসেনি। ফোন করা হলেও রেস্তরাঁর কেউ ফোন ধরেননি। অগত্যা রেগে গিয়ে ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ জানান তাঁরা। সেখান থেকে ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। ওই দম্পতি শুধু মামলা করেই ছেড়ে দেননি। ৩০ হাজার টাকা ক্ষতিপূরণের দাবিও করেন। আদালতের সমন যেতেই নড়েচড়ে বসেন রেস্তরাঁ কর্তৃপক্ষ। আদালত দম্পতির যুক্তি মেনে নিয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষে ১০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়।

Advertisement
আরও পড়ুন