Naomi Campbell

৫৩ বছর বয়সে দ্বিতীয় বার মা হলেন ব্রিটেনের মডেল নাওমি ক্যাম্পবেল

মা হওয়ার কোনও বয়স হয় না। দ্বিতীয় বার মা হওয়ার পর এমন কথাই লিখলেন মডেল নাওমি ক্যাম্পবেল। ৫১ বছর বয়সে তাঁর প্রথম কন্যার জন্ম হয়। ৫৩-এ পুত্রসন্তানের মা হলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ১২:২২
Image of Naomi Campbell

৫৩ বছর বয়সে দ্বিতীয় বার মা হলেন ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল। ছবি: সংগৃহীত

বয়স সংখ্যা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় বার মা হয়ে সে কথাই যেন আরও এক বার তা আরও এক বার প্রমাণ করলেন নাওমি ক্যাম্পবেল। ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৫৩ বছর বয়সি এই ব্রিটিশ সুপারমডেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত তাঁর দ্বিতীয় বার মা হওয়ার খবর ঘুণাক্ষরেও টের পাননি কেউ। ১২ ঘণ্টা আগে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের সূত্র বলছে, মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

Advertisement

নিজের কোলে সদ্যোজাতের ছবি পোস্ট করে নাওমি লেখেন, “আমার ছোট্ট সোনা, তুমি এসে আমাদের জীবন আনন্দে ভরিয়ে দিয়েছ। এ আমার কাছে ঈশ্বরের দেওয়া উপহার। তোমাকে স্বাগত।” ‘দ্য ফেস’ রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা নাওমির মতে, মাতৃত্ব উপভোগ করতে গেলে বয়স কোনও বাধা হতে পারে না। তিনি লেখেন, “মা হওয়ার সিদ্ধান্ত যে কোনও বয়সেই নেওয়া যেতে পারে।” ২০২১ সালে নাওমি তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। নিজের জীবন, ভালবাসা, মাতৃত্ব নিয়ে বরাবরই ছকভাঙা নাওমি। সে নিজের চেয়ে অনেকটা কম বয়সি ছেলের সঙ্গে প্রেম করাই হোক বা ৫১ বছর বয়সে প্রথম বার মা হওয়ার সিদ্ধান্ত— সবেতেই স্বতঃস্ফূর্ত তিনি।

দ্বিতীয় বার মা হওয়ার খবর ছড়াতেই নাওমির সমাজমাধ্যম ভেসে যাচ্ছে বন্ধুবান্ধব, সহকর্মীদের শুভেচ্ছাবার্তায়। মডেল অ্যাশলে গ্রাহাম লিখেছেন, “অভিনন্দন নতুন মা, ছোট্ট সোনা তোমাকে স্বাগত!” আরও এক বিখ্যাত মডেল, “সিনডি ক্রফর্ড লিখেছেন, “অভিনন্দন! তোমাকে দেখার অপেক্ষায় আছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement