ক্যাব চালকের নিজস্ব ‘অ্যাপ’। ছবি: সংগৃহীত।
দেশের প্রায় সব প্রান্তের মানুষের কাছে ‘অন্ধের যষ্ঠি’ এখন অ্যাপ ক্যাব। যাত্রীর চাহিদা বুঝে অ্যাপ ক্যাব সংস্থাগুলিও নানা ছুতোয় নিত্য দিন ভাড়া বৃদ্ধি করেই চলেছে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ি না পাওয়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অসন্তুষ্ট। চালকেরাও যে সংস্থার বিভিন্ন নিয়মনীতি নিয়ে খুব সন্তুষ্ট, এমনটা নয়। তাই ওলা, উবরের মতো জনপ্রিয় সংস্থাকে টেক্কা দিতে নিজস্ব অ্যাপ চালু করলেন বেঙ্গালুরুর এক ক্যাব চালক। এক সমাজমাধ্যম ব্যবহারকারী তাঁর ‘এক্স হ্যান্ডল’-এ পোস্ট করেছেন সেই ছবি।
লোকেশ নামের ওই ক্যাব চালক ওলা, উবর-এর চাহিদাকে রীতিমতো চ্যালেঞ্জ করেই ‘ন্যানো ট্রাভেল্স’ নামে তাঁর নিজস্ব অ্যাপ ক্যাব সংস্থাটি চালু করেন। ইতিমধ্যে ৬০০-র বেশি ক্যাব চালক, এই ‘ন্যানো ট্রাভেল্স’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। এত দিন অ্যান্ড্রয়েড ফোন থেকে ‘ন্যানো ট্রাভেল্স’ অ্যাপ ব্যবহার করার বন্দোবস্ত ছিল। এ বার আইফোন ব্যবহারকারীদের জন্যও অ্যাপ চালু করেছেন লোকেশ।