শীতে ত্বকের যত্নে সতর্ক থাকুন। ছবি: সংগৃহীত।
শীতে ত্বকের চাই বাড়তি যত্ন। তার অন্যতম কারণ আবহাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। সেই সঙ্গে উত্তুরে হাওয়ায় ত্বকে টান ধরতে শুরু করে। তৈলাক্ত ত্বকেও শুষ্কতার হাতছানি। আর শুষ্ক ত্বক আরও খসখসে। ত্বকে কোমলতা ফেরাতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। ঘরোয়া টোটকাতেও কেউ খুঁজে নেন ত্বকের শীতকালীন বন্ধু। তবে এই সব যত্নআত্তির ফাঁকে অনেকেই কিছু ভুল করে বসেন। আর সেই ভুলগুলিই আসলে কাল হয়ে দাঁড়ায়। ত্বকের যত্ন নিতে শীতে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?
১) শীতকালে অনেকেই ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন না। এটাই সবচেয়ে বড় ভুল। শীত-গ্রীষ্ম-বর্ষা, বছরের যেকোনও সময় ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি। তবে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করার আগে অতি অবশ্যই মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। না হলে ত্বকের শুকনো ভাব দূর হবে না।
২) শীতকাল মানেই উৎসবের সমারোহ। পিকনিক তো আছেই সেই সঙ্গে, পার্টি, বর্ষশেষের উদ্যাপনে জমাটি সাজ না হলে চলে না। তবে শুধু সাজলে তো চলবে না। মেকআপও মুছতে হবে যত্ন নিয়ে। না হলে ত্বকের বারোটা বাজবে।
৩) অনেকেই সারা দিনে অন্তত কয়েক বার মুখ ধুয়ে নেন। কিন্তু এই অভ্যাস একেবারে ভাল নয়। বার বার মুখ ধোয়ার কারণে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। ত্বকের ধরন যদি শুষ্ক হয়ে থাকে, তা হলে শীতে ঘন ঘন মুখ ধোয়ার অভ্যাস বন্ধ করাই শ্রেয়।