Electric Pimple Patches

ব্রণ সারাতে ক্রিম নয়, এসে গেল ‘ইলেক্ট্রিক প্যাচ’, সেটি কী? কেমন ভাবে কাজ করবে, দাম কত?

ব্রণ হলেই তার উপর সেঁটে নিতে পারবেন ‘ইলেক্ট্রিক প্যাচ’। এলইডি আলো দেওয়া সেই প্যাচ নাকি ব্রণর হাত থেকে চিরতরে মুক্তি দেবে!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৫:৩০
What are electric acne patches are they actually work

ব্রণ সারাবে ইলেক্ট্রিক প্যাচ, দাম কত? ফাইল চিত্র।

গালে, কপালে বা হঠাৎ করে নাকের দু’পাশে গজিয়ে ওঠা ব্রণ বা ফুস্কুড়ি থেকে রেহাই পেতে আর কাঠখড় পোড়াতে হবে না। এই ক্রিম মাখো, না হলে মলম ঘষে নাও, সে সবের ঝক্কি আর থাকবে না। এ বার ব্রণ হলেই তার উপর সেঁটে নিতে পারবেন ‘ইলেক্ট্রিক প্যাচ’। এলইডি আলো দেওয়া সেই প্যাচ লাগিয়ে রাখলেই নাকি ব্রণ-ফুস্কুড়ি একেবারে নির্মূল হয়ে যাবে।

Advertisement

ইলেক্ট্রিক প্যাচ জিনিসটি অনেকটা লেজ়ার থেরাপির মতো। এর ভিতরে থাকবে এলইডি (লাইট এমিটিং ডায়োড) আলো, যা লাল বা নীল রঙের হবে আর থাকবে কন্ট্রোল ইউনিট। ব্যাটারিতে চলবে এই ডিভাইস। ব্রণ উপর চেপে ধরে সুইচ টিপলেই আলো জ্বলে উঠবে। ওই আলোই ত্বকে বাসা বাঁধা ব্যাক্টেরিয়া নষ্ট করে ব্রণ বা ফুস্কুড়ি কমাতে সাহায্য করবে।

সূর্যের কড়া রোদে পুড়ে যাওয়া ত্বক, ব্রণের দাগ বা জৌলুসহীন ত্বক— সবেরই সমাধান লুকিয়ে রয়েছে এই এলইডি থেরাপির মধ্যে। এলইডি খুব সহজে এবং অনেক কম সময়ে ত্বকের ক্ষত মেরামত করতে পারে।

কোরিয়ায় এমন ইলেক্ট্রিক প্যাচ অনেক আগে থেকেই ছিল। এ দেশে হালেই এসেছে। ইলেক্ট্রিক প্যাচের কাজ হল লাল বা নীল আলোর রশ্মিকে ব্যবহার করে ত্বকের ক্ষত মেরামত করা এবং জীবাণু নাশ করা। তীব্র আলোয় যে কোনও জীবাণু নষ্ট হবে, আর ত্বকের প্রদাহও কমবে। লাল আলো মূলত জীবাণু নাশের জন্য, আর নীল আলো ত্বকের গভীরে ঢুকে প্রদাহ কমাবে, ত্বকের পিএইচের মাত্রা বজায় রাখবে। দুই আলোর রশ্মিই কোষের ক্ষতিগ্রস্ত অংশ উদ্দীপিত করে, কোষের মেরামতির কাজ করবে। চামড়ার নীচে থাকা সিবেসিয়াস গ্রন্থির নিঃসরণ কমিয়ে দেবে এই আলো। ফলে ত্বকের তৈলাক্ত ভাব কমবে এবং ব্রণর সমস্যা দূর হবে। ত্বকের কালো ছোপ, বা হাইপারপিগমেন্টেশন থেকেও ত্বককে বাঁচাতে পারবে এই এলইডি থেরাপি।

ইলেক্ট্রিক প্যাচ কত ক্ষণ ত্বকে লাগিয়ে রাখা যাবে, তারও নিয়ম আছে। দিল্লির ত্বক চিকিৎসক গীতিকা শ্রীবাস্তব জানিয়েছেন, এক একটি প্যাচের ব্যাটারি একটানা ৬ থেকে ৮ ঘণ্টা চলে। তবে ত্বকে ৫-১০ মিনিটের বেশি লাগিয়ে রাখা ঠিক নয়। অনেকেই রাতভর প্যাচ লাগিয়ে রাখেন, এতে ত্বকের ক্ষতিই হবে। ইলেক্ট্রিক প্যাচের সেট প্রতি দাম পড়বে ১৫০০ টাকার মতো। একটি সেটে ৬টি করে প্যাচ থাকবে।

তবে ইলেক্ট্রিক প্যাচ ব্যবহারের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। ত্বকে সানস্ক্রিন থাকলে ভাল ফল মিলবে না। ত্বক থেকে সমস্ত মেকআপ ভাল করে পরিষ্কার করতে হবে থেরাপির আগে। ত্বক খুব স্পর্শকাতর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করা উচিত।

এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। সকলের ত্বক একরকম নয়। অ্যালার্জি বা সোরিয়াসিসের মতো চর্মরোগ থাকলে ইলেকট্রিক প্যাচ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।

Advertisement
আরও পড়ুন