Skin Care Tips

বরফ দিয়েই বয়স লুকোনো সম্ভব! জানতে হবে সঠিক কায়দা

ফ্রিজে থাকা কয়েক টুকরো বরফেই ত্বকের নানা সমস্যার সমাধান সম্ভব। বরফের ছোঁয়ায় ত্বকের ক্লান্তি তো দূর হয়ই, সঙ্গে জেল্লাও ফেরে। জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন বরফের টুকরো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৫
বরফেই লুকিয়ে যৌবন ঘরে রাখার মন্ত্র।

বরফেই লুকিয়ে যৌবন ঘরে রাখার মন্ত্র। ছবি: শাটারস্টক।

রূপচর্চার জন্য রকমারি ক্রিম ব্যবহার করি আমরা। সেই সব ক্রিমে থাকা রাসায়নিকের কারণে অবশ্য পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে। ত্বকের জেল্লা ফেরাতে তাই ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখাই ভাল। তবে সেখানেও সময় বড় বালাই। অথচ আপনার হাতের কাছেই রয়েছে এমন কিছু সামগ্রী, যা ব্যবহার করতে আলাদা করে ঘরোয়া টোটকা বানানোর মতো কোনও সময় লাগে না। জেল্লাও ফেরে আবার ত্বকের ক্ষতিও হয় না।

Advertisement

ফ্রিজে থাকা কয়েক টুকরো বরফেই হতে পারে মুশকিল আসান। বরফের ছোঁয়ায় ত্বকের ক্লান্তি তো দূর হয়ই, সঙ্গে জেল্লাও ফেরে। জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন বরফের টুকরো।

গ্রিন টি বরফ: গরম জলে দু’টি গ্রিন টি-ব্যাগ ডুবিয়ে রেখে চা বানিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে বরফ জমানোর ট্রেতে ঢেলে জমিয়ে নিন। রোদ থেকে বাড়ি ফিরে রোজ এটি মুখে লাগাতে পারেন। বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে গ্রিন-টি খুব উপকারী।

অ্যালো ভেরা-তুলসীর বরফ: অ্যালো ভেরা তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ ময়েশ্চারাইজার। ব্রণর সমস্যা দূর করতে তুলসীপাতার গুণ অনেক। ২-৩ পাতা বেটে অ্যালো ভেরার রসের সঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে রাখুন। সপ্তাহে ৩-৪ দিন এই বরফ মুখে ব্যবহার করুন।

কফির বরফ: কফি বানিয়ে ঠান্ডা করে বরফ জমিয়ে রাখুন। ত্বকে জমে থাকা নোংরা টেনে বার করার ক্ষমতা রয়েছে কফিতে। ত্বক টানটানও হবে।

Advertisement
আরও পড়ুন