Alia Bhatt

Alia Bhatt: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আলিয়া! মাতৃত্বকালীন সাজ-পোশাকে কতটা নজর কাড়লেন ‘গঙ্গুবাই’

মা হতে চলেছেন আলিয়া ভট্ট। সামান্য হলেও এসেছে বাহ্যিক পরিবর্তন। অন্তঃসত্ত্বা অবস্থায় কতটা বদলাল নায়িকার সাজগোজ?

Advertisement
সংবাদসংস্থা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৪:০৬
মাতৃত্বকালীন সাজ-পোশাকে নিজেকে নতুন করে মেলে ধরেছেন অভিনেত্রী।

মাতৃত্বকালীন সাজ-পোশাকে নিজেকে নতুন করে মেলে ধরেছেন অভিনেত্রী। ছবি-সংগৃহীত

মা হচ্ছেন আলিয়া ভট্ট। জুন মাসের এক সকালে সে খবর চাউর হতেই খুশিতে মেতেছিলেন ‘রণলিয়া’র ভক্তরা। বিয়ের তিন মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর, আলাদা রসদ জুগিয়েছিল সে উন্মাদনায়। আলিয়া এখন প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাতে অবশ্য আলিয়ার পেশাগত জীবন থেমে থাকেনি। বলিউডে তেমন উদাহরণও নেই। অনুষ্কা শর্মা থেকে করিনা কপূর খান— অন্তঃসত্ত্বা অবস্থায় দাপিয়ে বেরিয়েছেন শ্যুটিং ফ্লোর থেকে র‌্যাম্পের মঞ্চ। সে একই পথে হাঁটছেন আলিয়াও। কিছু দিন আগেই প্রথম হলিউড ছবির শ্যুটিং শেষ করে বিদেশ থেকে ফিরেছেন হবু মা। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’-এর প্রচারে। মুম্বই, দিল্লি কিংবা অন্য শহর— স্ফীতোদরেই মাত করছেন সর্বত্র।

Advertisement

শরীরে সন্তানের উপস্থিতি টের পাওয়ার পর থেকেই বিভিন্ন বাহ্যিক পরিবর্তন আসে। সেটাই স্বাভাবিক। আট মাসের অন্তঃসত্ত্বা সোনম কপূরও ফোলা পায়ের ছবি সামনে এনেছেন। তবে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আলিয়া এখনও যথেষ্ট ফিট। শ্যুটিং হোক বা ছবির প্রচার— মাতৃত্বকালীন সাজ-পোশাকে নিজেকে নতুন করে মেলে ধরছেন অভিনেত্রী। মা হওয়ার এই পর্বে কতটা নজর কাড়লেন ‘গঙ্গুবাই’?

মা হওয়ার খবর জানতে পারার পর থেকেই বলি অভিনেত্রীদের পোশাকে একটা বদল আসে। শরীরের থেকে বড় মাপের আনারকলি, কুর্তি, চুড়িদার, ঢোলা ঢোলা টি-শার্ট— স্ফীত উদর ঢেকে রাখার প্রয়াস চলতেই থাকে। তবে কিছুটা হলেও ব্যতিক্রম রণবীর-জায়া। ২৯-এর হবু মা আলিয়া এখনও পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জারি রেখেছেন।

১) উরুর কাছে শেষ হয়ে যাওয়া কাঁচা হলুদ রঙের হাতকাটা জামায় অন্তঃসত্ত্বা আলিয়া নিজেই যেন কিশোরী।

ছবি-সংগৃহীত

২) বাদামি ‘র‌্যাপ ড্রেস’-এ আলিয়ার মাতৃত্বকালীন সৌন্দর্য যেন ফুটে বেরোচ্ছে।

ছবি-সংগৃহীত

৩) ভারতীয় পোশাক পরতে ভালবাসেন। মা হওয়ার আগেও তাই বেছে নিয়েছেন লম্বা হাতে জরির কাজ করা কালো আনারকলি।

ছবি-সংগৃহীত

৪) সাদা-কালো ছাপের জামার সঙ্গে মিশকালো ভেলভেটের কোটে আলিয়া যেন আত্মপ্রত্যয়ী।

ছবি-সংগৃহীত

৫) আলিয়া মানেই চমক। নতুন কিছু। সাদা শার্ট আর রিপড্‌ ডেনিম জিনসে মাতৃত্বকালীন ফোটোশ্যুটে ধরা দিলেন অন্য অবয়বে।

ছবি-সংগৃহীত

Advertisement
আরও পড়ুন