Curly Hair Care

কোঁকড়া চুলের যত্ন নিয়ে চিন্তিত? ঘরোয়া ৩ প্যাকেই হতে পারে মুশকিল আসান

সারা দিনে বিভিন্ন কাজ নিয়ে অনেকেই এত ব্যস্ত থাকেন যে, বাড়তি নজর দিয়ে কোঁকড়া চুলের যত্ন নেওয়া হয়ে ওঠে না। তবে কয়েকটি প্যাকের খোঁজ থাকলে কোঁকড়া চুলের যত্ন নিতে পারবেন সহজেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ ২০:০৫
symbolic image.

কোঁকড়া চুলের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

চুল সোজা হলে যত্ন নেওয়া যতটা সহজ হয়, কোঁকড়া চুলের ক্ষেত্রে সেটা বেশ কঠিন হয়ে যায়। বটের ঝুরির মতো একমাথা কোঁকড়া চুল দেখতে মন্দ লাগে না। তবে সমস্যা হল কোঁকড়া চুল সহজেই উসকোখুসকো হয়ে যায়। কোঁকড়া চুলে জট পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। সোজা চুলে যে ভয়টা একেবারেই নেই। প্রকৃত যত্নের অভাবে কোঁকড়া চুল আরও নষ্ট হয়ে যেতে পারে। আসলে অনেকেই সারা দিনে বিভিন্ন কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে, বাড়তি নজর দিয়ে কোঁকড়া চুলের যত্ন নেওয়া হয়ে ওঠে না। তবে সহজ কয়েকটি প্যাকের খোঁজ পেলে কোঁকড়া চুলের যত্ন নিতে পারেন সহজেই।

Advertisement

ডিম এবং অলিভ অয়েল

শরীরের যত্ন নিতে এই দু’টি উপকরণের জুড়ি মেলা ভার। তবে কোঁক়ড়া চুলের যত্নেও ডিম এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারতে পারেন। অলিভ অয়েল, সামান্য অ্যাভোকাডো অয়েল, নারকেল তেল এবং ডিমের সাদা অংশ একসঙ্গে ফেটিয়ে প্যাক বানিয়ে নিন। কোঁকড়া চুল মসৃণ রাখতে এই প্যাকের উপর ভরসা রাখতে পারেন।

দই এবং ভিনিগার

টক দই আর আপেল সিডার ভিনিগার কোঁকড়া চুলের খেয়াল রাখতে পারে। এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে বাড়িতেই প্যাক বানিয়ে নিন। চুলে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। চুল কোমল এবং মসৃণ হবে।

বেকিং সোডা

হেঁশেলের নানা টুকিটাকি কাজে বেকিং সোডার ব্যবহার হয়েই থাকে। তবে কোঁক়়ড়া চুলের দেখাশোনাতেও বেকিং সোডা কম উপকারী নয়। শ্যাম্পুর মধ্যে খানিক বেকিং সোডা মিশিয়ে মাখলে সত্যিই উপকার পাওয়া যাবে। চুলের গোড়াও শক্ত হবে।

আরও পড়ুন
Advertisement