Makeup Hacks

১০ মিনিটে মেকআপ করে কমিয়ে ফেলুন ১০ বছর বয়স, শিখে নিন কৌশল

শুধু দক্ষতা থাকলেই চলবে না, জানতে হবে কৌশলও। ১০ মিনিটে মেকআপ করে কী ভাবে বয়স দশ বছর কমিয়ে ফেলবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৬:৩৯

ছবি: সংগৃহীত।

মেকআপ ভোল বদলে দিতে পারে। প্রসাধনীর প্রতি তাই তীব্র আকর্ষণ থাকেই। তবে সাজলে যতটা সুন্দর দেখতে লাগে, মেকআপ করা কিন্তু সহজ নয়। দক্ষতা না থাকলে মেকআপ করেও বাহ‍্য সৌন্দর্যে বিশেষ বদল আসে না। তবে শুধু দক্ষতা থাকলেই চলবে না, জানতে হবে কৌশলও। ১০ মিনিটে মেকআপ করে কী ভাবে বয়স দশ বছর কমিয়ে ফেলবেন?

Advertisement

১) ঠোঁটে লিপস্টিকের রং সারা দিন ধরে রাখতে লিপস্টিক পরার পর তাতে পাউডার লাগিয়ে নিন।

২) মুখটি সঠিক ভাবে কনট্যুর করার জন্যে গাল ও চোখের চারপাশে এঁকে নিন। তার পর একটি কনট্যুরিং ব্রাশ দিয়ে ভাল করে তা মিশিয়ে নিন। ক‍নট‍্যুর ঠিক হওয়া অত‍্যন্ত জরুরি।

৩) সাধারণ নেল পালিশের পরিবর্তে জেল নেল পালিশ পরতে পারেন। তাতে হাতের দিকে নজর যাবে অনেকের। তা ছাড়া সাজেও একটা অন‍্য মাত্রা যোগ হবে।

৪) বাড়ি থেকে সুন্দর করে চুল সেট করে বেরোলেন। কিন্তু বাইরে যেতেই হাওয়া লেগে চুলের অবস্থা বেহাল হয়। সে ক্ষেত্রে চুল ঠিক রাখতে চাইলে সব সময় সঙ্গে রাখুন সিরামের বোতল।

৫) ১৫ মিনিট আগে ফ্রিজে নেল পালিশ রেখে পরলে প্রলেপ মসৃণ হয়। নখ রাঙানো সাজগোজের গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেকেই বিষয়টি এড়িয়ে চলেন। তবে সেটা ঠিক হবে না।

Advertisement
আরও পড়ুন