বড়দিনের আগের সন্ধ্যায় সবুজ শাড়িতে অভিনেত্রী নয়নতারা। ছবি : ইনস্টাগ্রাম।
সারা বছর লাল পোশাক পরুন বা না পরুন বড়দিন আর বর্ষশেষের পার্টির জন্য খোঁজ পরে লাল জামার। অথচ সারা বছর যাঁরা লাল দেখে চড়া রং বলে নাক সিঁটকোন, কিংবা যাঁদের নীল রং ভীষণ প্রিয়, তাঁদের আলমারি ভরা লাল ছাড়া যাবতীয় রঙের জামাকাপড়। বছরের ঠিক এই সময়টাতেই তাঁদের উপর সারা বছরের ‘প্রতিশোধ’ মিটিয়ে নেয় লাল রং। কিন্তু তা বলে কি আপনিও লালের কাছে মাত খাবেন? আলমারিতে না-ই বা রইল লাল রঙের পোশাক! অন্য রঙের পোশাকেও ক্রিসমাসের নৈশপার্টিতে সাজগোজে টেক্কা দিতে পারে বাকিদের। ট্রেন্ডে গা ভাসানো বলিউডের নায়িকারাও কিন্তু ক্রিসমাসে সব সময় লাল রঙের পোশাক পরেন না।
বড়দিনে অভিনেত্রী আলিয়া ভট্ট পরেছেন হলুদ রঙের পোশাক। কিছুটা মেটে হলুদ রঙের ওই ড্রেসে রয়েছে একই রঙের ঝালর। অফ শোল্ডার এমন উজ্জ্বল রঙের ড্রেসে যে কোনও রাত পার্টিতে নজর কাড়তে পারেন আপনিও। সঙ্গে শীতের রাতের জন্য খয়েরি রঙা স্টোল বা জ্যাকেট এবং ম্যাচিং বুট পরলে কথাই নেই। ছেলেরাও রাতের পার্টিতে মেটে হলুদ শার্ট বা টি-শার্টের সঙ্গে বাদামি রঙের জ্যাকেট আর জিন্স পরতে পারেন।
পরিণীতি চোপড়া আবার ক্রিসমাস উপলক্ষে পোশাকে বেছে নিয়েছেন সাদা-কালোর রংমিলন্তি। সাদা সোয়েটার এবং সাদা ট্রাউজ়ারের মোনোক্রোমকে তিনি ভেঙেছেন কালো রঙের বেল্ট দিয়ে। তার সঙ্গে সাদা-কালো চেকার্ড লম্বা ঝুলের কোট এবং সোনালি রঙের চামড়ার স্লিং ব্যাগ। এই পোশাকের সঙ্গে কালো বা সাদা রঙের বুটই ভাল লাগবে। বড়দিনের পার্টিতে পরিণীতির পোশাক থেকে ধারণা নিয়ে আপনিও তৈরি করতে পারেন নিজের সাদা-কালো পার্টি ড্রেস।
সামান্থার পোশাকে অবশ্য লাল আছে। তবে লাল রং মুখ্য নয়। লালের সঙ্গে রয়েছে ফুশিয়া, অফ হোয়াইট এবং কালোও। চার রঙের সিল্কের ঝালরেই পোশাকের উপরের অংশ তৈরি। নীচের অংশটিতে কালোর ভাগ বেশি। তবে তার সঙ্গে বাকি তিন রঙের কাপড়ও রয়েছে। বড়দিনের পার্টিতে ওই চার রঙের পোশাক বৈপরীত্যে নিজের পোশাক সাজিয়ে ফেলতে পারেন আপনিও। হয়তো লাল আর গোলাপির কোনও প্রিন্টেড টপ পরলেন। তার সঙ্গে সাদা ট্রাউজ়ার বা স্কার্ট। সঙ্গে কালো বুট বা জ্যাকেট গলিয়ে নিলে ক্রিসমাস পার্টির পোশাক তৈরি।
পার্টির পোশাক হিসাবে কালো রঙের জামা হল সবচেয়ে ক্লাসিক পছন্দ। সে পার্টি বড়দিনের হোক বা বর্ষশেষের, কালো পোশাক আপনি বেছে নিতে পারেন নির্দ্বিধায়। ছবিতে ক্রিসমাস ট্রির সামনে কালো রঙের খাটো ড্রেসে দেখা যাচ্ছে অভিনেত্রী মৌনী রায় এবং ভূমি পেডনেকরকে। মৌনী কালো পোশাকের সঙ্গে কালো বুট পরেছেন। ভূমি কালো শর্ট ড্রেসের সঙ্গে পরেছেন কালো রঙের স্বচ্ছ লেগিংস। কালো রঙের পোশাক আর স্বচ্ছ লেগিংসের সঙ্গে লাল রঙের এক জোড়া জুতো ভাল মানাবে। তবে তা না হলে কালো রঙের বুটসও মানাবে।
ক্রিসমাসে জাহ্নবী পরেছেন ওয়াইন রঙের শিমারি শর্ট ড্রেস। এ বছরের ফ্যাশন ট্রেন্ডে রয়েছে মেরুন, বার্গান্ডি, ওয়াইন রং। ট্রেন্ডে গা ভাসিয়ে রাতের পার্টির জন্য বেছে নিতে পারেন ওই তিন রঙের পোশাক। পুরুষ এবং মহিলা উভয়েই নিজেদের আলমারিতে অন্তত একটি ওই রঙের পোশাক খুঁজে পাবেনই।
প্রতি বছর বড়দিনে বলিউডের কপূর পরিবারের আদি বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন হয়। উপস্থিত থাকেন কপূর পরিবারের সঙ্গে যুক্ত বলিউডের সমস্ত তারকারা। করিনা কপূর, করিশ্মা কপূর, সইফ আলি খান, রণবীর কপূর, আলিয়া ভট্ট-সহ আরও অনেকে। তেমনই এক পার্টিতে বছর কয়েক আগে করিনা এসেছিলেন উজ্জ্বল সবুজ রঙের কুর্তা-পাজামা পরে। করিনা সে বছর ছিলেন অন্তঃসত্ত্বা। বড়দিনের কপূর পরিবারের পার্টিতে সে বছর সইফ এবং তাঁদের সন্তান তৈমুর আলি খানও পরেছিলেন সাদা রঙের কুর্তা এবং সাদা স্ট্রেট পাজামা। অনেকেই ভাবেন ক্রিসমাস মানেই পশ্চিমি পোশাকে সাজতে হবে। কিন্তু ক্রিসমাসের পার্টিতে যে ভারতীয় পোশাকেও সবার নজর নিজের দিকে কেড়ে নেওয়া যায়, শেখালেন করিনারা।
অভিনেত্রী ডায়ানা পেন্টি আবার ক্রিসমাসের জন্য বেছে নিয়েছেন ধূসর রং। হালকা ঝিকমিকে ভাবও রয়েছে সেই পোশাকের কাপড়ে। ক্রিসমাস শীতকালের উৎসব বলেই ওই সময়ে উষ্ণ বা উজ্জ্বল রং বেছে নেন শৌখিনীরা। কিন্তু ধূসর রংও যে উষ্ণতা ছড়াতে পারে, ডায়নাকে দেখলে সে ব্যাপারে আর সন্দেহ থাকে না।
ক্রিসমাসে বা যে কোনও রাতের পার্টিতেই একরঙা পোশাক পরার দিকেই ঝোঁক থাকে বেশি। কিন্তু ক্যাটরিনা কাইফ বুঝিয়ে দিলেন ফুল ছাপের ফ্রকও বড়দিনের পার্টির পোশাক হতে পারে। ফুলহাতা, ঝালর দেওয়া খাটো ড্রেস পরেছেন নায়িকা। প্রতিটি ঝালরে নানা রঙের পাতার রং। কোথাও শীত শেষের হলদেটে শুকনো পাতা, বসন্তের লাল পাতা, বরফে ঢাকা নীলচে সাদা, ফিকে সবুজ পাতার ছাপও রয়েছে জামার বিভিন্ন অংশে।
ক্রিসমাসে শাড়িও পরা যেতে পারে। নয়নতারাকেই দেখুন। ক্রিসমাস ইভে সবুজ রঙের শাড়ি পরে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন তিনি। গাঢ় ইউক্যালিপটাস সবুজ রঙের লিনো কটন শাড়ি পরেছেন নায়িকা। সঙ্গে একই রঙের ব্লাউজ়। পিঠছাপানো ঢেউখেলানো চুল ছেড়ে রেখেছেন। তাতেই শীতের রাতে উষ্ণ ভাব। অনুরাগীরা লিখেছেন, সবুজ শাড়িতে নয়নতারাকে দেখাচ্ছে ঝাউগাছের মতো। তবে তফাত এটুকুই যে ওই ঝাউগাছের গড়ন বালুঘড়ির মতো।