Skin Care Tips

টান ধরা থেকে শুষ্ক হয়ে যাওয়া, ত্বকের হাজার সমস‍্যার সমাধান লুকিয়ে মুসুর ডালে

মুসুর ডাল যদি ত্বক পরিচর্যায় ব‍্যবহার করেন, তাতেও খুব উপকার পাওয়া যায়। কী ভাবে করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১২:২৬
How to Use Masoor Dal for winter Skin care

মুসুর ডালের কেরামতি। ছবি: সংগৃহীত।

রূপচর্চার জন‍্য প্রথমেই নানা প্রসাধনীর খোঁজ করেন অনেকেই। অথচ হেঁশেলেই যে রূপচর্চার অত‍্যন্ত কার্যকরী উপকরণ মজুত রয়েছে, সে দিকে নজর দেওয়া হয় না। ভাতের সঙ্গে পাতলা মুসুর ডাল জমজমাট যুগলবন্দি। সেই মুসুর ডাল যদি ত্বক পরিচর্যায় ব‍্যবহার করেন, তাতেও খুব উপকার পাওয়া যায়। সামনেই শীতকাল। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। মুসুর ডাল সেই যত্ন নিতে সক্ষম। ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করা যায়। দুধের সঙ্গে ডালবাটা মিশিয়ে নিলে ত্বক আর্দ্রতা পাবে।

Advertisement

তা ছাড়া শীতের রোদেও ত্বকে পোড়া দাগ পড়েই। মুসুর ডাল বেটে মুখে মাখলে এক সপ্তাহেই সেই দাগ গায়েব হবে।

কী ভাবে তৈরি করবেন মুসুর ডালের ফেসপ্যাক?

ডাল এক ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। শুধু সেটিই মেখে নেওয়া যায়। তবে ত্বকের আর্দ্রতা বাড়াতে সেই ডাল বাটার সঙ্গে দিতে হবে এক চা চামচ দুধ এবং এক চামচ অলিভ অয়েল।

কী ভাবে ব্যবহার করবেন?

স্নানের আগেই এই ফেসপ্যাক ব্যবহার করা ভাল। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক মাখা যায়। ১৫-২০ মিনিট রাখলেই মুখে শুকিয়ে যাবে প্যাক। তার পরে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন
Advertisement