Hair Care Tips

আমলকি এবং অ্যালো ভেরার যুগলবন্দি চুলের যত্ন নেবে! নিয়ম করে মাখলে কী উপকার হবে?

আয়ুর্বেদ বলছে, অ্যালো ভেরা এবং আমলকি, দু’টি উপাদানই চুলের জন্য ভাল। তাই এই দু’টিকে একসঙ্গে মিশিয়ে মাথায় মাখলে তার উপকারও অনেক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২০:০০
aloe vera and amla

অ্যালো ভেরার সঙ্গে আমলকি মিশিয়ে মাখতে হবে চুলে। ছবি: সংগৃহীত।

এক গ্লাস ঈষদুষ্ণ জলে সম পরিমাণ অ্যালো ভেরা এবং আমলকির রস মিশিয়ে খান। তাতে শরীরে জমে থাকা টক্সিন বার করা অনেকটা সহজ হয়। এ ছাড়াও এই পানীয়ে চুমুক দেওয়ার প্রচুর গুণ রয়েছে। কিন্তু এই দু’টি জিনিস কখনও একসঙ্গে মিশিয়ে কখনও মাথায় মেখেছেন কি? আয়ুর্বেদ বলছে, অ্যালো ভেরা এবং আমলকি, দু’টি উপাদানই চুলের জন্য ভাল। তাই এই দু’টিকে একসঙ্গে মিশিয়ে মাথায় মাখলে তার উপকারও অনেক।

Advertisement

অ্যালো ভেরাতে কী আছে?

১) মাথার ত্বক, চুল আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে চুল সহজে রুক্ষ হয়ে পড়ে না। অ্যালো ভেরা চুলে অনেকটা প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে।

২) মাথার ত্বকে অস্বস্তি কম হলে চুল পড়ার পরিমাণ হ্রাস পায়। মাথা চুলকায় কম। ফলিকলে আঘাত লাগার সম্ভাবনাও কমে।

৩) অ্যালো ভেরা হেয়ার ফলিকলের জন্য অনেকটা উদ্দীপকের মতো কাজ করে। যা নতুন চুল গজাতে বিশেষ ভাবে সাহায্য করে।

আমলকিতে কী আছে?

১) ভিটামিন সি রয়েছে আমলকিতে। যা কোলাজেন উৎপাদনের হার বৃদ্ধি করে। হেয়ার ফলিকল মজবুত করে। নতুন চুল গজাতেও সাহায্য করে।

২) মাথার ত্বকের স্বাস্থ্যও ভাল রাখে। অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদান রয়েছে আমলকিতে। যা খুশকি এবং মাথার ত্বকের সংক্রমণ রুখে দিতে পারে।

৩) অকালপক্বতা রোধ করে আমলকি। নিয়মিত চুলে আমলকির রস মাখলে চুলের স্বাভাবিক রং ধরে রাখা সহজ হয়।

কী ভাবে তৈরি করবেন অ্যালো ভেরা এবং আমলকির মাস্ক?

বাজারে অ্যালো ভেরা এবং আমলকি, দু’টির রস কিনতে পাওয়া যায়। চাইলে সেগুলি ব্যবহার করা যায়। যদি তা না চান তা হলে বাজার থেকে কয়েকটি আমলকি এবং অ্যালো ভেরা গাছের পাতা কিনে আনা যেতে পারে। তার পর নারকেল তেলের সঙ্গে আমলকির রস এবং অ্যালো ভেরার শাঁস ভাল করে মিশিয়ে মাথায় মাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন