Remedies for Thicker Eyebrows

ভুরু পাতলা হয়ে যাচ্ছে? ঘন ভুরু পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন বিশেষ জেল

শরীরের অভ্যন্তরীণ কোনও অসুস্থতার জন্য ভুরুর পাতলা হয়ে যেতে পারে। আবার এর পিছনে থাকতে পারে পরিচর্চার অভাব। ঘন ভুরু পেতে কী করবেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৭:৩০
Home remedies to get thicker eyebrows naturally

ত্বক ও চুলের মতোই ভুরুর যত্ন নেওয়া দরকার। ছবি: শাটারস্টক।

এক জোড়া ঘন, সুন্দর ভুরু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। আমাদের অনেকেরই ভুরু ঘন এবং কালো নয়। অনেকের আবার কোনও কারণ ছাড়াই ভুরুর রোম ঝরতে শুরু করে, পাতলা হয়ে যায় ভুরু। শরীরের অভ্যন্তরীণ কোনও অসুস্থতার জন্যও ভুরু পাতলা হয়ে যেতে পারে, আবার এর পিছনে থাকতে পারে পরিচর্চার অভাব।

ত্বক ও চুলের মতোই ভুরুর যত্ন নেওয়া দরকার। বাজারে নানা ধরনের জেল কিনতে পাওয়া যায়, যা ভুরু ঘন করতে পারে। সেগুলির দাম হয় অনেক বেশি। একটু সময় খরচ করে বাড়িতেই এমন জেল বানিয়ে নিতে পারেন। কী ভাবে বানাবেন? রইল তার হদিস।

Advertisement
Home remedies to get thicker eyebrows naturally

এক জোড়া ঘন, সুন্দর ভুরু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। ছবি: শাটারস্টক।

উপকরণ:

নারকেল তেল: ৫ চামচ

ভিটামিন ই ক্যাপসুল: ৫টি

বাদাম তেল: ৫ চামচ

অ্যালো ভেরা জেল: ৫ চামচ

একটি পাত্রে সব উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। এ বার একটি ঢাকনা দেওয়া পাত্রে এই জেলটি ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। বেশ কিছু দিন ধরে ব্যবহার করলেও খারাপ হবে না।

কী ভাবে ব্যবহার করবেন এই জেল?

রাতে ঘুমানোর আগে ভাল ভাবে মুখ ধুয়ে নিন। তার পর ইয়ার বাডের সাহায্যে এই জেলটি ভুরুতে লাগাতে পারেন।

Advertisement
আরও পড়ুন