Frizzy Hair

শ্যাম্পু করেও চুল রুক্ষ দেখাচ্ছে? কোমলতা ফেরাতে ব্যবহার করুন ঘরোয়া ৩ উপকরণ

চুল নরম করার অন্য ঘরোয়া কিছু কৌশল রয়েছে। সেগুলি ব্যবহার করলে চুল হবে মখমলের মতো কোমল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৭:২৮
রুক্ষ চুলের যত্ন জরুরি।

রুক্ষ চুলের যত্ন জরুরি। ছবি: সংগৃহীত।

শীতের হিমেল হাওয়া মাঝেমাঝেই মন ছুঁয়ে যাচ্ছে। হাড়ে হাড়ে কাঁপুনি না ধরলেও, শীত যে পড়েছে, সেটা বেশ বোঝা যাচ্ছে। এই আবহাওয়ায় ত্বক শুকিয়ে কাঠ। আর শুষ্ক এবং রুক্ষ হয়ে ওঠার প্রতিযোগিতায় যোগ দিয়েছে চুলও। ত্বকের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খসখসে হয়ে যাচ্ছে চুল। শ্যাম্পু করেও নিস্তার নেই। চুল কিছুতেই নরম এবং কোমল হচ্ছে না। তবে চুল নরম করার অন্য ঘরোয়া কিছু কৌশল রয়েছে। সেগুলি ব্যবহার করলে চুল হবে মখমলের মতো কোমল।

Advertisement

কাঠবাদাম তেল

শুধু শরীর নয়, চুলের খেয়াল রাখতেও কাঠবাদামের ভূমিকা গুরুত্বপূর্ণ। চুলে যদি কাঠবাদাম তেল ব্যবহার করতে পারেন, তা হলে উপকার পাবেন। চুল নরম এবং মসৃণ হবে। রাতে চুলে তেল মেখে রাখলে সবচেয়ে ভাল।

ডিম এবং অলিভ অয়েল মাস্ক

ঘরে তৈরি মাস্কও চুলের জন্য দারুণ উপকারী। ডিম ফেটিয়ে তার সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিলেই তৈরি এই মাস্ক। শ্যাম্পু করার আগে এই মাস্ক মাথায় মেখে নিন। ঘণ্টা খানেক অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ৩ বার এটা ব্যবহার করলে চুল নরম হবে।

অ্যালো ভেরা

অ্যালো ভেরা শুধু চুল নরম করে তা-ই নয়, চুলে আর্দ্রতা জোগাতেও এর জুড়ি মেলা ভার। চুল যতই রুক্ষ হোক, অ্যালো ভেরার গুণে নরম আর কোমল হবে অল্প সময়েই। অ্যালো ভেরা চুলে ভাল করে মাখিয়ে এক দিন অপেক্ষা করুন। ২৪ ঘণ্টা পরে শ্যাম্পু করে নিলেই কেল্লাফতে।

Advertisement
আরও পড়ুন