Hair Oils

পরিচিত কিছু তেলের ব্যবহারেই কমবে চুল পড়ার সমস্যা, তালিকায় রয়েছে কী কী?

শীতকালে বাড়ে চুল পড়ার সমস্যা। চুলের যত্নে প্রসাধনীর চেয়ে ভরসা রাখতে পারেন চিরপরিচিত কিছু তেলের উপর। সহজেই মুক্তি মিলবে চুল পড়ার সমস্যা থেকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৯:৩১
চুলের যত্নে প্রসাধনীর চেয়ে ভরসা রাখতে পারেন চিরপরিচিত কিছু তেলের উপর।

চুলের যত্নে প্রসাধনীর চেয়ে ভরসা রাখতে পারেন চিরপরিচিত কিছু তেলের উপর। প্রতীকী ছবি।

অত্যধিক দূষণ, সঠিক যত্ন না নেওয়া, রুক্ষ আবহাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাত্রা— এমন কিছু কারণে চুলের স্বাস্থ্য বেহাল হতে থাকে। সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যায়, তা হল চুল পড়া। চিরুনি চালালেই উঠে আসছে গোছা গোছা চুল। অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে ভরসা রাখেন বাজারচলতি কিছু প্রসাধনীর উপর। তাতে সাময়িক কাজ হলেও, দীর্ঘস্থায়ী কোনও উপকার পাওয়া যায় না। চুলের যত্নে প্রসাধনীর চেয়ে ভরসা রাখতে পারেন চিরপরিচিত কিছু তেলের উপর। সহজেই মুক্তি মিলবে চুল পড়ার সমস্যা থেকে।

Advertisement

কাঠবাদাম তেল

ওমেগা ৯, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই সমৃদ্ধ এই তেল চুলের স্বাস্থ্য ভাল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। শীতকালে চুল পড়ার সমস্যা তুলনায় বেড়ে যায়। এর কারণ মূলত বাতাসে আর্দ্রতার অভাব। ত্বকের পাশাপাশি চুলেরও প্রয়োজন পর্যাপ্ত আর্দ্রতা। শীতে তার অভাব ঘটলে চুল ঝরতে শুরু করে। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে কাঠবাদাম তেল।

নারকেল তেল

চুলের হাল ফেরাতে এই তেলের ভূমিকা অনন্য। চুল পড়ার সমস্যা থেকে জেল্লা ফেরানো— সবেতেই নারকেল তেল উপকারী। নারকেল তেল চুলে পুষ্টির জোগান দেয়। নারকেল তেলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা রুক্ষ এবং শুষ্ক চুলের জৌলুস ফিরিয়ে আনে চটজলদি। রোজ না হলেও সপ্তাহে কয়েক দিন অন্তত চুলের যত্নে ব্যবহার করুন নারকেল তেল। উপকার পাবেন।

চিরুনি চালালেই উঠে আসছে গোছা গোছা চুল?

চিরুনি চালালেই উঠে আসছে গোছা গোছা চুল? প্রতীকী ছবি।

অলিভ অয়েল

মেদ ঝরিয়ে ওজন কমাতে অনেকেই ভরসা রাখেন অলিভ অয়েলে তৈরি খাবারে। ওজন কমানো ছাড়াও এই তেলের রয়েছে আরও অনেক গুণ। চুলের বেশ কিছু সমস্যা তাড়াতেও অলিভ অয়েলের জুড়ি মেলা ভার। তার মধ্যে অন্যতম চুল পড়ার সমস্যা। ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই-সমৃদ্ধ এই তেলের ব্যবহারে চুল ঝরার সমস্যা নিয়ন্ত্রণে থাকবে।

অ্যাভোকাডো অয়েল

ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট-সমৃদ্ধ এই তেল শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। তবে শুধু শরীর নয়, চুলের যত্ন নিতেও এই তেলের জুড়ি মেলা ভার। দূষণ, পর্যাপ্ত আর্দ্রতা, প্রয়োজনীয় পুষ্টির অভাবে চুল ক্রমশ রুক্ষ হয়ে পড়ে। অনেক সময় দেখা যায়, এই কারণে চুলের ডগা ফেটে যায়। চুল বিবর্ণ হয়ে পড়ে। লালচে ভাব চলে আসে। এই সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে অ্যাভোকাডো তেলের ব্যবহারে।

আরও পড়ুন
Advertisement