Esha Gupta

দীপাবলিতে ভারতীয় সাজগোজে মত্ত নায়িকারা, তার মধ্যেই এষার ফ্যাশনে ‘এক ঝলক টাটকা হাওয়া’!

সাদা রঙের ওই গাউন পরে দুবাইয়ের একটি রেস্তরাঁর উদ্বোধনে গিয়েছিলেন এষা। ছবিগুলি নিজের ইনস্টাগ্রামের পাতায় দিয়ে এষা লিখেছেন, ‘‘দুবাইকে এখন আরও ভাল লাগছে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১১:০০
অভিনেত্রী এষা গুপ্তা।

অভিনেত্রী এষা গুপ্তা। ছবি : সংগৃহীত।

চারপাশে আলোর উৎসবের প্রস্তুতি। উদযাপনেও সর্বত্র ভারতীয় ঐতিহ্যের প্রকাশ। বলিউডের যে সমস্ত নায়িকারা বছর ভর পশ্চিমা আদবকায়দায় মেতে থাকেন, তাঁরাও পোশাকে, চলনে-বলনে ভারতীয় ঐতিহ্যে মন দিয়েছেন। করিনা কপূর খান থেকে শুরু করে জাহ্নবী কপূর— প্রত্যেকেই নিত্য দিন ভারতীয় শৌখিনি অবতারে ধরা দিচ্ছেন ক্যামেরার লেন্সের সামনে। সবই তাঁদের দীপাবলির সাজ। তবে সেই ট্রেন্ডে গা না ভাসিয়ে এষা গুপ্তা হঠাৎ অন্যরকম অবতারে হাজির! তাঁকে দেখা গেল ধবধবে সাদা একখানি ওয়ান শোল্ডার গাউনে। যার গলার ঝুল আর হাতের নকশা দেখে কুপোকাত ভক্তরা।

Advertisement
দুবাইয়ে একটি রেস্তরাঁর উদ্বোধনে গিয়েছিলেন এষা গুপ্তা।

দুবাইয়ে একটি রেস্তরাঁর উদ্বোধনে গিয়েছিলেন এষা গুপ্তা। ছবি: ইনস্টাগ্রাম

সাদা রঙের ওই গাউনের একটি হাতের নকশা দেখে মনে হবে শিফনের একটি বড় রুমাল হালকা চালে ফেলে রাখা হয়েছে হাতের উপর। অন্য হাতের নকশা হল্টারনেক ব্লাউজ়ের মতো। গলার ঝুল বক্ষ বিভাজিকা ছাড়িয়ে নেমেছে নীচে। গাউনের নীচের প্রান্তটি পা ছাড়িয়ে লুটিয়ে রয়েছে। সাদা রঙের ওই গাউন পরে দুবাইয়ের একটি রেস্তরাঁর উদ্বোধনে গিয়েছিলেন এষা। ছবিগুলি নিজের ইনস্টাগ্রামের পাতায় দিয়ে এষা লিখেছেন, ‘‘দুবাইকে এখন আরও ভাল লাগছে।’’

এষা লিখেছেন, ‘‘দুবাইকে এখন আরও ভাল লাগছে।’’

এষা লিখেছেন, ‘‘দুবাইকে এখন আরও ভাল লাগছে।’’ ছবি: ইনস্টাগ্রাম

এষার ভক্তরাও একমত। তারা জানিয়েছেন, দুবাইয়ে এষা আছেন বলেই দুবাইকে আরও ভাল লাগছে। কেউ আবার লিখেছেন, দীপাবলি উপলক্ষে পরা বলি নায়িকাদের ভারতীয় পোশাকের ভিড়ে এষাকে তাজা হাওয়ার মতো লাগছে।

এষা বলিউড অভিনেত্রী। প্রথম জীবনে মডেলিং করলেও এ ১২ বছরের অভিনয় জীবনে ১৬টিরও বেশি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। চলতি বছরেই এক সঙ্গে তিনটি ছবির কাজে হাত দিয়েছেন। এষা দুবাইয়ে গিয়েছিলেন রবিবার রাতে।

ভক্তরাও একমত। তারা বলছেন, দুবাইয়ে এষা আছেন বলেই দুবাইকে বেশি ভাল লাগছে।

ভক্তরাও একমত। তারা বলছেন, দুবাইয়ে এষা আছেন বলেই দুবাইকে বেশি ভাল লাগছে। ছবি: ইনস্টাগ্রাম

আরও পড়ুন
Advertisement