Vicky Kaushal

Vicky-Katrina Wedding: ক্যাটরিনার বিয়ের আংটি মনে করাল ডায়ানার আঙুলের নীলকান্ত মণি, দাম কত বলুন তো

ক্যাটের আংটি আর কেটের আংটি একেবারেই এক রকম বলে বক্তব্য অনুরাগীদের। অনেকেই বলছেন, ব্রিটেনের রাজবধূর সেই আংটি দেখেই বানানো হয়েছে এটি। 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৬:৪৪
ক্যাটরিনা কইফের চোখ ধাঁধানো সাজের মধ্যেই নজর কাড়বে নববধূর বিশেষ আঙুলটি আগলে রাখা ছোট্ট নীলকান্ত মণি। যাঁরাই দেখছেন, তাঁরাই বলছেন, এ তো অবিকল ব্রিটেনের রাজবধূ ডায়ানার বিয়ের আংটির মতো!

ক্যাটরিনা কইফের চোখ ধাঁধানো সাজের মধ্যেই নজর কাড়বে নববধূর বিশেষ আঙুলটি আগলে রাখা ছোট্ট নীলকান্ত মণি। যাঁরাই দেখছেন, তাঁরাই বলছেন, এ তো অবিকল ব্রিটেনের রাজবধূ ডায়ানার বিয়ের আংটির মতো!

মাথা থেকে পা পর্যন্ত লাল রঙে মোড়া। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক-গয়নায় ঝলমল করছেন সদ্য বিবাহিতা ক্যাটরিনা কইফ। হিরে-মুক্তো বসানো ভারী হার, সঙ্গে মানানসই মাথাপট্টি। চোখ ধাঁধিয়ে দেবে সে সাজ! তার মধ্যেই নজর কাড়বে নববধূর বিশেষ আঙুলটি আগলে রাখা ছোট্ট নীলকান্ত মণি।

বলি-পাড়ার কনেদের বিয়ের আংটি বরাবই চর্চার কেন্দ্রে থেকেছে। কিন্তু ক্যাটরিনার বিষয়টি আলাদা। যাঁরাই দেখছেন, তাঁরাই বলছেন, এ তো অবিকল ব্রিটেনের রাজবধূ ডায়ানার বিয়ের আংটির মতো!

Advertisement
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ।

ডায়ানার হাতের সেই আংটি এখন দেখা যায় তাঁর পুত্রবধূ কেটের আঙুলে। ক্যাটের আংটি আর কেটের আংটি একেবারেই এক রকম বলে বক্তব্য অনুরাগীদের। অনেকেই বলছেন, ব্রিটেনের রাজবধূর সেই আংটি দেখেই বানানো হয়েছে এটি।

কী সেই আংটি, যা নিয়ে এত চর্চা? কেন কেট আর ক্যাটের আংটির তুলনা করা হচ্ছে? নীলকান্ত মণি বা নীল স্যাফায়ার পাথর রয়েছে সেই আংটির মাঝে। আর চার ধার ঘেরা সাদা হিরে দিয়ে। বিলেতের রাজ পরিবারে সে আংটি তো রয়েছে বহু বছর ধরেই। ক্যাটরিনার আংটি কেনা হয়েছে আমেরিকার নামী এক বিপণি থেকে।

আরও পড়ুন:
আরও পড়ুন:

বলি-পাড়ার তারকারা বিয়ে করলেই চর্চা শুরু হয় আঙুলের হিরের দাম নিয়েও। কার পাথরটি বেশি দামি, তা নিয়ে কৌতূহল থাকেই। নতুন বলি-বধূর আঙুলের এই গয়নার দাম জানেন কত? ৭ লক্ষ ৪১ হাজার টাকা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement