Dark circles Causes

শুধু দুশ্চিন্তা বা অবসাদ নয়, চোখের তলায় কালি পড়তে পারে কাজল থেকেও! কী ভাবে?

মেকআপ করার আগে যেমন মুখ ভাল করে পরিষ্কার করতে হয়, তেমনই কাজল পরার আগেও চোখ এবং তার চারপাশ ভাল করে পরিষ্কার করে নিতে হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:২৭
Kajal

কাজল পরলে চোখের তলায় কালি পড়তে পারে। ছবি: সংগৃহীত।

চোখের তলায় কালি পড়তে দেখে দাম দিয়ে ‘আন্ডারআই ক্রিম’ কিনেছেন। এ দিকে বাড়ির সকলে ভাবছেন, আপনি বোধ হয় এমন মানসিক চাপ বা অবসাদে রয়েছেন যে, তার ছাপ ফুটে উঠেছে চোখের তলায়। কিন্তু চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, সমস্যা আসলে অন্যত্র। রোজের ব্যবহার করার কাজলটি থেকেই চোখের তলায় কালি পড়তে পারে।

Advertisement

মেকআপ প্রসাধনী নিয়ে সাধারণত কোনও সমস্যা হওয়ার কথা নয়, যদি তার ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে। মেকআপ করার আগে যেমন মুখ ভাল করে পরিষ্কার করতে হয়, তেমনই কাজল পরার আগেও চোখ এবং তার চারপাশ ভাল করে পরিষ্কার করে নিতে হয়। আবার, বাড়ি ফিরে এসে যত্ন সহকারে তা তুলেও ফেলতে হয়। না হলে কিন্তু চোখের তলায় কালি পড়তে পারে।

কী ভাবে এমনটা ঘটে?

১) বাড়ি ফিরে কাজল ভাল করে তুললেন না। পরের দিন মুখ ধুলেন বটে, কিন্তু চোখের পল্লবে কাজলের অবশিষ্টাংশ লেগেই রইল। তাড়াহুড়োতে তার উপরেই আবার কাজল পেনসিল ঘষে নিলেন। ব্যস, বেলা হতে না হতেই গরমে, ঘামে কাজল গলে পড়তে আরম্ভ করল। চোখের তলায় থাকা কনসিলার, ফাউন্ডেশন বা পাউডারের সঙ্গে মাখামাখি হয়ে কালচে, ধূসর ছোপ পড়তেই পারে।

২) চোখ রগড়ানোর অভ্যাস থাকলে আরও বিপদ। কাজল পরা চোখ যদি ঘন ঘন রগড়াতে থাকেন, তা হলে চোখের তলায় কালি পড়তেই পারে। কাজল তোলার সময়ে রিমুভার ব্যবহার না করে জল দিয়ে রগড়াতে থাকেন অনেকে। তাতেও কিন্তু কালচে ছোপ পড়তে পারে।

৩) চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, এ ছাড়া যদি ত্বকে ‘পেরি-অরবিটাল এগ্‌জ়িমা’ বা ‘ডার্মাটাইটিস’ থাকে, সে ক্ষেত্রেও চোখের চারপাশে কালচে ছোপ পড়তে পারে।

Advertisement
আরও পড়ুন