Hair Care Tips

শীতে চুলও রুক্ষ আর শুষ্ক হয়ে পড়েছে? ঘরোয়া টোটকায় জেল্লা ফেরাতে পারেন

ঘন ঘন শ্যাম্পু, স্পা করে শুষ্ক চুলের হাল ফেরানো সহজ নয়। চুল মোলায়েম এবং মসৃণ করতে তাই ভরসা রাখতে পারেন কয়েকটি প্যাকের উপর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৩
symbolic image.

শীতে শুষ্ক চুলের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

শীতকাল মানেই শুষ্ক ত্বকের সমস্যা। ত্বকের রুক্ষতা জানান দেয় যে, শীত আসছে। তবে শীতে শুধু ত্বক নয়, রুক্ষ এবং অত্যধিক শুষ্ক হয়ে পড়ে চুলও। অথচ শীতেই যত উৎসবের ভিড়। উৎসব মানেই জমিয়ে সাজগোজ। রূপটান, প্রসাধনীর ব্যবহার তো আছেই, তবে চুলও কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। তাই চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঘন ঘন শ্যাম্পু, স্পা করে শুষ্ক চুলের হাল ফেরানো সহজ নয়। চুল মোলায়েম এবং মসৃণ করতে তাই ভরসা রাখতে পারেন কয়েকটি প্যাকের উপর।

Advertisement

১) চুলের পরিচর্যায় ডিম বেশ উপকারী। চুলে ডিম লাগালে প্রোটিন-সহ অন্যান্য উপাদান চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে। শ্যাম্পু করার দু’ঘণ্টা আগে ডিম ফেটিয়ে চুলে লাগিয়ে নিতে পারেন। একটু আঁশটে গন্ধ বেরোবে ঠিকই। তবে সুফলও মিলবে। মিনিট দশেক রেখে শ্যাম্পু করে নিন। এতে সহজে চুল আর্দ্রতা হারাবে না। চুলে একটা মসৃণ ভাবও আসবে।

ছবি: সংগৃহীত।

২) রুক্ষ চুল মোলায়েম ও ঝলমলে করতে সহজেই বানিয়ে ফেলতে পারেন হেয়ার প্যাক। টক দই আর দু’চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। শ্যাম্পু করার আগে চুলে লাগিয়ে রাখুন কিছু ক্ষণ। শুকিয়ে এলে ধুয়ে নিন। দারুণ কার্যকর এই প্যাক।

৩) চুলে তেল দেওয়ার চল প্রায় উঠতে বসেছে। কিন্তু চুলের আর্দ্রতা ধরে রাখতে তেল মাখা জরুরি। প্রতি দিন না হলেও, সপ্তাহে অন্তত দু’দিন করে চুলে তেল দিলে এই সমস্যা অনেকটা মিটবে।

আরও পড়ুন
Advertisement