ধনেপাতা কী ভাবে ব্যবহার করলে চুলের বৃদ্ধি হবে? ফাইল চিত্র।
মুসুর ডালে ধনেপাতা ছাড়া ঠিক যেন স্বাদ জমে না। আবার তরকারি থেকে ঝোল, গরমের দিনে সবেতেই ধনেপাতা খেতে বেশ লাগে। ধনেপাতা বাটা, ধনেপাতার চাটনিও স্বাদে-গুণে ভরপুর। বাঙালির হেঁশেলে কারিপাতার তুলনায় ধনেপাতার ব্যবহারই বেশি। যে কোনও রান্নার স্বাদ বাড়াতে হলে, তাতে একমুঠো ধনেপাতা ফেলে দিন। তাতেই স্বাদ কয়েকগুণ বেড়ে যাবে। আবার সকালে ধনে ভেজানো জল তো আছেই, ডিটক্স পানীয়ে ধনেপাতার ব্যবহারও হচ্ছে আজকাল। বাজারে অত্যন্ত সহজলভ্য ধনেপাতা কিন্তু শুধু পেট ঠান্ডা রাখে বা রান্নার স্বাদ বাড়ায় তাই নয়, চুলের স্বাস্থ্যের জন্যও কিন্তু বেশ উপযোগী। যে কোনও নামী ব্র্যান্ডের শ্যাম্পুকে গুণের বিচারে হারিয়ে দিতে পারে ধনেপাতা।
শুনতে অবাক লাগছে তো। ধনেপাতায় এমন কিছু উপাদান আছে, যা চুলের গোড়ায় পুষ্টি জোগাতে পারে, মাথার ত্বকে ব্রণ-খুশকির সমস্যাও দূর করতে পারে। ধনেপাতায় প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার ও ভিটামিন কে আছে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। তবে ধনেপাতা মাথায় মাখব বললেই তো হল না, ব্যবহারের নিয়ম জানতে হবে। সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে, ধনেপাতার গুণে চুলের ঘনত্ব বাড়বে, চুল পড়াও বন্ধ হবে।
ধনেপাতার রস
একমুঠো ধনেপাতা ভাল করে ধুয়ে কুচিয়ে নিন। এ বার ভাল করে বেটে নিতে হবে। ধনেপাতা বাটা মাথার ত্বকে ও চুলে ধীরে ধীরে মালিশ করতে হবে। তার পর ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে নিন। হালকা কোনও ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুলে ভাল হয়। সপ্তাহে দু’দিন এই ভাবে মাথায় মাখলে উপকার পাবেন। খুশকির সমস্যা দূর হবে, পাশাপাশি চুল পড়াও বন্ধ হবে।
ধনেপাতা দিয়ে বানান তেল
একটি পাত্রে নারকেল তেল হালকা গরম করে নিন। তাতে আধ কাপের মতো ধনে পাতা কুচি ফেলে দিন। এই তেল একটি কাচের শিশিতে ভরে কয়েকদিন রেখে দিন। ধনেপাতা ভাল করে মিশে গেলে তার পর সেই তেল অল্প অল্প করে নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। অথবা সারা রাতও রেখে দিতে পারেন। সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন এই তেল।
ধনেপাতার প্যাক
ধনেপাতা ভাল করে শুকিয়ে নিন। শুকনো পাতা গুঁড়ো করে তা দই, মধু বা অ্যালো ভেরা জেলের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে দু’দিন এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। মাথায় মেখে ২০-৩০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। এই প্যাক ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে। রুক্ষ চুল নরম ও মসৃণ হবে।