DeepikaPadukone: তাঁকে দেখে প্রত্যেক দিন সাজতে শেখে বলিউড, জন্মদিনে দীপিকার সেরা সাজগুলি দেখে নিন

অনেকেই বলেন বিয়ের পর নাকি দীপিকা আরও বেশি আকর্ষণীয় এবং সপ্রতিভ হয়ে উঠেছেন। তা কতটা সত্যি?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৪:৩৪

ছবি: সংগৃহীত

রোগা, ছিপছিপে, দীর্ঘাঙ্গী ৩৫ এর দীপিকা পাড়ুকোন কখনও তাঁর অভিনয় দক্ষতা, কখনও বা তাঁর সাজের কায়দা দিয়ে জয় করেছেন আসমুদ্রহিমাচল। অনুগামীরা বলেন, বিয়ের পর নাকি দীপিকা আরও বেশি আকর্ষণীয় এবং সপ্রতিভ হয়ে উঠেছেন। বদলেছে তাঁর সাজগোজের ধরণও। সাহসী পোশাকেও নিজেকে মেলে ধরেছেন তিনি। তাঁর ৩৫তম জন্মদিনে একবার ফিরে দেখা যাক নিজেকে কোন কোনপোশাকে সাজিয়েছেন অভিনেত্রী।

রক্তিম আভায় মোহময়ী

বেশকিছুদিন আগে নেটমাধ্যমে লাল টপ, চামড়ার কালো প্যান্টে আর সোনালি রঙের ঝোলা দুলে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী।

Advertisement

ছবি: সংগৃহীত

কৃষ্ণকলি

কালো রঙের বুক চেরা গাউন আর দ্যুতি ঝলকানি হিরের গয়নায় একইসঙ্গে সাহস এবং সৌন্দর্যের সংমিশ্রণ ঘটিয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

আকাশের রং গায়ে মেখে

আকাশি রঙের হাতাকাটা হাঁটু ঝুল গাউনের সঙ্গে মানানসই নীলরঙা লম্বাঝুলের কোটে উষ্ণতা নয়, দীপিকা ছড়িয়েছেন প্রশান্তি।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

সবুজে স্নিগ্ধ

কচিকলা পাতা রঙের বুক চেরা ভেলভেট গাউন এবং সঙ্গে হিরের গয়নায় দীপিকা হয়ে উঠেছিলেন মোহময়ী।

ছবি: সংগৃহীত

স্বামী যখন অনুপ্রেরণা

লাল প্যান্ট-স্যুট পরিহিত দীপিকার মধ্যে কার ছায়া লুকিয়ে আছে? রণবীর সিংহ! দীপিকার সাজগোজের অনুপ্রেরণা কি রণবীর? অন্তত এই ছবিটি তো তাই বলছে।

ছবি: সংগৃহীত

প্রবাল গোলাপী আভায়

প্রবাল গোলাপী রঙের এই সুদৃশ্য গাউনে দীপিকা হয়ে উঠেছেন আরও বেশি আকর্ষণীয় এবং মোহ সঞ্চারী।

ছবি: সংগৃহীত

Advertisement
আরও পড়ুন