Makeup

বলিউড নায়িকারা কী ভাবে বেছে নেন মেকআপ? তারকা রূপটান শিল্পী জানালেন গোপন কথা

তারকা মেকআপ শিল্পী নম্রতা সোনি শিখিয়ে দিলেন মেকআপের প্রথম ধাপ ফাউন্ডেশন লাগানোর কিছু প্রাথমিক টোটকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৯:৩৮
প্রিয়ঙ্কা চোপড়া।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত।

মেকআপ শিখতে হলে কাকে অনুসরণ করবেন। চোখের সামনে সেরা উদাহরণ বলতে বলিউডের নায়িকারাই। সেই নায়িকাদের মেক আপ করান যাঁরা, তেমনই এক তারকা মেকআপ শিল্পী নম্রতা সোনি শিখিয়ে দিলেন মেকআপের প্রথম ধাপ ফাউন্ডেশন লাগানোর কিছু প্রাথমিক টোটকা।

Advertisement

১। ফাউন্ডেশন ত্বকে মেশানোর আগে সব সময় ভিজিয়ে নিতে হবে স্পঞ্জ। তাতে ফাউন্ডেশন ত্বকের সঙ্গে অনেকটাই মসৃণ ভাবে মিশে যাবে।

২। সবসময় ফাউন্ডেশনের রং বাছতে হবে কবজির ভিতরের দিকের অংশ দেখে। সেখানে থাকা শিরাই বলে দেবে আপনার ত্বকের জন্য কেমন রং প্রয়োজন। যদি শিরার রং নীল হয়, তবে ফর্সা ত্বক। যদি সবুজ হয়, তবে বুঝতে গম রঙা ত্বক। আর যদি শিরার রং নীল আর সবুজ মেলানো হয়, তবে বুঝতে হবে আপনার ত্বকের জন্য লাগবে গাঢ় রঙের ফাউন্ডেশন।

৩। সব সময় ফাউন্ডেশন লাগানোর জন্য হাতে ফাউন্ডেশনের দু’টি পাম্প নিন। এ বার আঙুলের সাহায্যে চোখের নীচ থেকে থুতনি পর্যন্ত তিনটি রেখা টানুন। এ বার ব্লেন্ডিংয়ের ব্রাশ বা স্পঞ্জ দিয়ে গোটা মুখে ব্লেন্ড করুন। নাক আর কপালের অংশগুলি ভুলবেন না।

৪। তত ক্ষণ স্পঞ্জ দিয়ে মেশাতে থাকুন যতক্ষণ মুখে সমস্ত অংশের রং এক ধরনের লাগছে।

৫। মুখের যে সমস্ত পেশির নাড়াচাড়া বেশি হয়, যেমন চোখের নীচের অংশ বা ঠোঁটের দু’পাশ, সেখানে ফেস পাউডার পাফ করুন। যাতে কোনও রেখা না দেখা যায়। ।

আরও পড়ুন
Advertisement