Alia Bhatt

আলিয়াও মুখে মাখেন মুলতানি মাটি! কী ভাবে ব্যবহার করবেন, শেখালেন নায়িকা

অনেকের কাছেই বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, আলিয়া নিজেই জানিয়েছেন মুলতানি মাটির প্রতি তাঁর অগাধ ভরসার কথা। তবে ত্বকের ধরন অনুযায়ী মাখতে হবে এই মাটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৯:০৭
আলিয়া ভট্ট।

আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

মুলতানি মাটির জাদুতে মজে বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া ভট্ট থেকে পাশের বাড়ি মেয়েটি। আলিয়ার পেলব ত্বকের প্রশংসা বলিউডে মুখে মুখে ঘোরে। দাগছোপ তো দূরের কথা, মখমলের মতো কোমল ত্বকে কোথাও কোনও বিন্দুর দেখাও মেলে না। এমন স্বপ্নের মতো ত্বকের নেপথ্যে নাকি মুলতানি মাটি! অনেকের কাছেই বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, আলিয়া নিজেই জানিয়েছেন মুলতানি মাটির প্রতি তাঁর অগাধ ভরসার কথা। তবে ত্বকের ধরন অনুযায়ী মাখতে হবে এই মাটি।

Advertisement

তৈলাক্ত ত্বকের জন্য

মুলতানি মাটি, টমেটো এবং বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। তৈলাক্ত ত্বকের জন্য খুব ভাল এই টোটকা। অতিরিক্ত তেল শুষে ত্বকের জেল্লা ফিরিয়ে আনে। দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ বেসন ও একটি পাকা টমেটো একসঙ্গে মিশিয়ে নিন। মুখে, গলায় এই প্যাক মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে নিন।

ত্বকের ক্লান্তি দূর করতে

ত্বকে ক্লান্তির ছাপ মুছে ফেলতে মুলতানি মাটি উপকারী। দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ দই, একটা ডিমের সাদা অংশ ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। মুখ ও গলায় প্যাক লাগান। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। মুলতানি মাটি ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। অন্যদিকে কর্নফ্লাওয়ার কালো ভাব দূর করে। দই শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে।

অকাল বার্ধক্য রুখতে

মুখে বয়সের ছাপ পড়লে, বলিরেখা দেখা দিলে অবশ্যই এই প্যাক ব্যবহার করুন। কয়েকটা আঙুর চটকে নিয়ে এক টেবিল চামচ মুলতানি মাটি ও এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আঙুর বয়স ধরে রাখতে সাহায্য করে। মধু ময়শ্চারাইজার হিসেবে ভাল কাজ করে।

আরও পড়ুন
Advertisement