Make Up Tips

ক্যানভাসটা ভাল হওয়া জরুরি! মেকআপের গোড়ার কথা সেটাই, বলছেন রূপটানশিল্পীরা

মেকআপ শেখার প্রথম ধাপ তাই বেস মেকআপই। রূপটান শিল্পীরা বলছেন ক্যানভাসটা ভাল হওয়া জরুরি। কী ভাবে মেকআপের ‘বেস’ বা ক্যানভাস নিখুঁত বানাতে হয় সেটা শিখে নিলেই মেকআপের অনেকটা হাতের মুঠোয় চলে আসবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৭:০২

ছবি : সংগৃহীত।

মেকআপ যদি শিল্প হয়, তবে ত্বক কি ক্যানভাস? রূপটান শিল্পীরা বলছেন, ত্বক নয় ক্যানভাস হল মেকআপের আগে করা ত্বকের বেস মেকআপ। সেই ক্যানভাস যদি ভাল না হয়, তবে শিল্পও ভাল হবে না!

Advertisement

মেকআপ শেখার প্রথম ধাপ তাই বেস মেকআপই। রূপটান শিল্পীরা বলছেন ক্যানভাসটা ভাল হওয়া জরুরি। কী ভাবে মেকআপের ‘বেস’ বা ক্যানভাস নিখুঁত বানাতে হয় সেটা শিখে নিলেই মেকআপের অনেকটা হাতের মুঠোয় চলে আসবে।

মুম্বইয়ের মেকআপ শিল্পী ধীরজ বনসল বলছেন, বেস মেকআপের আগে পাঁচটি ধাপ মাথায় রাখতে হবে—

১। প্রাথমিক প্রস্তুতি: ত্বককে আর্দ্র রাখা হল যেকোনও মেকআপের প্রথম ধাপ। প্রথমে ভাল ভাবে ত্বককে পরিষ্কার করে নিন। তার পরে হালকা ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। সকালের মেকআপ হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

২। প্রাইমারে ম্যাজিক: প্রাইমার হল যেকোনও ভাল মেকআপের গোপন কথা। কারণ প্রাইমার ত্বকের রন্ধ্রপথের মুখ বন্ধ রেখে ত্বকের খুঁত ঢেকে ত্বককে মসৃণ দেখাতে সাহায্য করে। তবে কোন ত্বকে কী ধরনের প্রাইমার ব্যবহার করা জরুরি সেটা আগে জেনে নেওয়া দরকার। যদি তৈলাক্ত ত্বক হয়, তবে ম্যাট প্রাইমার ব্যবহার করুন। যদি শুষ্ক ত্বক হয় তবে ময়শ্চারাইজ়িং প্রাইমার ব্যবহার করুন। আর ত্বক যদি স্পর্শকাতর হয়, যদি সহজে ব্রণ বা ফুশকুড়ি হয়, তবে জলের ভাগ বেশি এমন প্রাইমার ব্যবহার করুন। আবার মসৃণ ভাবের জন্য সিলিকন দেওয়া প্রাইমারও ব্যবহার করা যেতে পারে।

৩। ফাউন্ডেশন বাছাই: ত্বকের রঙের সঙ্গে মেলে এমন ফাউন্ডেশন খুঁজে বার করা দরকার। তেমন হলে গালে লাগিয়ে পরীক্ষা করে দেখে কিনুন। ফাউন্ডেশনেরও রকমফের হয়। শুষ্ক বা পরিণত ত্বকের জন্য ক্রিম ফাউন্ডেশন ভাল। তৈলাক্ত ত্বকের জন্য পাউডার ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। আবার ত্বকের ধরন দেখে তরল ফাউন্ডেশনও ব্যবহার করা যেতে পারে। রূপটানশিল্পী বনসল বলছেন, ‘‘ফাউন্ডেশন ক্যানভাসকে জীবন্ত করে তোলে। প্রাইমারের সঙ্গে যখন ফাউন্ডেশন ঠিক ভাবে মেলে, তখন একটা সুন্দর নিখুঁত ত্বকের একটা বিভ্রম তৈরি হয়।’’

৪। কী ভাবে ব্যবহার করবেন: মেক আপ স্পঞ্জ বা ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করুন। আর সব সময় অল্প ফাউন্ডেশন দিয়ে শুরু করুন। বনসল বলছেন, ত্বকের স্বাভাবিক রং দেখাতে চাইলে মনে রাখতে হবে, যত কম ফাউন্ডেশন ব্যবহার করবেন, ততই ভাল।

৫। সেটিং পাউডার: ট্রান্সপারেন্ট সেটিং পাউডার ব্যবহার করে বেসটাকে সেট করুন। তাতে গরমে বা প্যাঁচপেচে আবহাওয়াতেও মেকআপ ভাল থাকবে দিনভর।

Advertisement
আরও পড়ুন