ছবি : সংগৃহীত।
ত্বকের অনেক রকম প্রকারভেদ হয়। কারও ত্বক শুষ্ক, কারও তৈলাক্ত, কারও আবার এই দু’য়েরই মিশ্রণ। প্রথম দুই ধরনের ত্বকের যত্ন নেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। মুশকিল হয় তৃতীয় ধরনের ত্বকের পরিচর্যার ক্ষেত্রে। কারণ এ ক্ষেত্রে একাধারে শুষ্ক ত্বকের কথা ভেবে ত্বকের তৈলাক্ত এবং আর্দ্র ভাব বজায় রাখতে হয়। আবার ত্বকের যেসমস্ত অংশে তেল নিঃসরণ হয়, সেই জায়গাগুলির যত্ন নেওয়ার জন্য মেনে চলতে হয় অন্য পদ্ধতি।
সাধারণত মিশ্র ত্বকে কপাল, নাকের চারপাশ এবং থুতনির অংশ, যাকে বলা হয় ‘টি-জ়োন’, সেটি তৈলাক্ত হয়। অন্য দিকে, গালের ত্বক হয় শুষ্ক। মিশ্র ত্বকে উন্মুক্ত রন্ধ্রপথের সমস্যাও দেখা যায়। যাতে ময়লা জমে ব্রণ-ফুস্কুড়ির মতো সমস্যাও তৈরি হতে পারে। ওই ধরনের সমস্যার সমাধানের জন্য স্ক্রাবিং কার্যকরী হতে পারে। ঘরোয়া পদ্ধতিতে তেমনই তিন স্ক্রাবারের সন্ধান দিলেন রূপটান শিল্পীরা। যা মিশ্র ত্বককে মসৃণ করে ঔজ্জ্বল্য আনবে।
১। নারকেল তেল ও চিনি
আধ কাপ নারকেল তেলের সঙ্গে এক কাপ ব্রাউন সুগার মিশিয়ে মিশ্রণটি মুখে-হাতে-পায়ে লাগিয়ে নিন। হালকা হাতে মাসাজ করে কিছু ক্ষণ রেখে দিন। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।
২। বেসন এবং ভিনিগার
এক কাপ কাবলি ছোলার বেসনের সঙ্গে মিশিয়ে নিন আধ কাপ অ্যাপল সাইডার ভিনিগার এবং কয়েক ফোঁটা টি ট্রি অয়েল। ভাল করে মিশিয়ে ত্বক স্ক্রাব করুন। তার পরে ধুয়ে ফেলুন।
৩। মধু এবং চিনি
দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দুধ এবং এক চা চামচ চিনি মিশিয়ে ত্বকে লাগিয়ে মাসাজ করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।