Woman Bites Her Husband

ঝগড়ার মাঝে হামলা, স্বামীকে কামড়ে ক্ষতবিক্ষত করলেন স্ত্রী! ছুড়লেন অ্যাসিডও

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম নরায়ণ লোঢী। তিনি পেশায় ট্রাকচালক। তাঁর স্ত্রীর নাম দুর্গা। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৭
স্ত্রীর হামলায় আহত স্বামী। প্রতীকী ছবি।

স্ত্রীর হামলায় আহত স্বামী। প্রতীকী ছবি।

স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে ক্ষতবিক্ষত হলেন স্বামী। তাঁকে কামড়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শুধু কামড়ে দেওয়াই নয়, স্বামীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারারও অভিযোগ উঠেছে। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের নিশাতপুরা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম নরায়ণ লোঢী। তিনি পেশায় ট্রাকচালক। তাঁর স্ত্রীর নাম দুর্গা লোঢী। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। পেশার তাগিদে সপ্তাহে এক বার বা দু’বার বাড়িতে আসেন নারায়ণ। বুধবার সকাল ১০টা নাগাদ বাড়ি ফেরেন নারায়ণ। কয়েকটি জিনিস হারিয়ে যাওয়া নিয়ে দুর্গার সঙ্গে প্রথমে হালকা কথা কাটাকাটি হয়। কিন্তু সেই বাক্যবিনিময় ক্রমে চরমে ওঠে।

অভিযোগ, সেই ঝামেলার মাঝে আচমকাই নারায়ণের উপর চড়াও হন দুর্গা। শরীরের বেশ কয়েকটি জায়গায় কামড় বসিয়ে দেন। তাতে ক্ষতবিক্ষত হন নারায়ণ। দুর্গার হাত থেকে বাঁচতে তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। শরীরের ১২ জায়গায় কামড়ে ক্ষতবিক্ষত করেন দুর্গা। আহত অবস্থায় নারায়ণকে উদ্ধার করেন স্থানীয়েরা। তার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, স্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন নারায়ণ। পুলিশের কাছে নারায়ণ দাবি করেছেন, তাঁর স্ত্রী মাদকাসক্ত। এর আগেও বেশ কয়েক বার তাঁকে মারধর করেছেন দুর্গা। তাঁর কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

Advertisement
আরও পড়ুন