Lal Krishna Advani

লালকৃষ্ণ আডবাণী অসুস্থ, দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছে, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

চলতি বছরেও একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত জুলাই মাসেই তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সে বার কিছু দিন পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান প্রবীণ নেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৬
লালকৃষ্ণ আডবাণী।

লালকৃষ্ণ আডবাণী। — ফাইল চিত্র।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে নবতিপর নেতাকে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবারই অসুস্থ হয়ে পড়েন আডবাণী। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নয়া দিল্লির হাসপাতালে। সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সূরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁকে সর্ব ক্ষণের পর্যবেক্ষণে রেখেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

চলতি বছরেও একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত জুলাই মাসেই বয়সজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করাতে হয়। সে বার কিছু দিন পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান প্রবীণ নেতা।

অবিভক্ত ভারতের করাচিতে ১৯২৭ সালে আডবাণীর জন্ম। রাজনৈতিক জীবন শুরু রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের হাত ধরে। ধীরে ধীরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সাল থেকে বিজেপির সভাপতি পদে ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। ২০০২-২০০৪ সালে বাজপেয়ী মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী ছিলেন। ২০১৫ সালে পদ্মবিভূষণ, ২০২৪ সালে ভারতরত্ন পান। শারীরিক ভাবে দুর্বল হওয়ায় তাঁর বাড়িতে গিয়ে তাঁর হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Advertisement
আরও পড়ুন