varanasi

Varanasi blast 2006: বারাণসী বিস্ফোরণে দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহকে ফাঁসির সাজা দিল গাজিয়াবাদ আদালত

২০০৬ সালে উত্তরপ্রদেশের বারাণসীতে একই দিনে পর পর দু’টি বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ খানের ফাঁসির সাজা হল।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৬:৪২
দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ।

দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ। ছবি: টুইটার

২০০৬ সালে উত্তরপ্রদেশের বারাণসীতে একই দিনে পর পর বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ খানের ফাঁসির সাজা হল।

সোমবার গাজিয়াবাদ জেলা আদালত এই সাজা ঘোষণা করেছে।২০০৬ সালের ৭ মার্চ জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল বারাণসীর সঙ্কটমোচন মন্দির। বিস্ফোরণ হয় বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনেও। সেই বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হন প্রায় ১০০ জন। গৌদালিয়া এলাকায় তৃতীয় বোমাটি রাখা ছিল। তবে বিস্ফোরণের আগে সেটি নিষ্ক্রিয় করা হয়।

Advertisement

ওই ঘটনার পর ৫ এপ্রিল প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে। পরে ইলাহাবাদ হাই কোর্টের নির্দেশে ওই মামলা গাজিয়াবাদ জেলা আদালতে স্থানান্তরিত করা হয়।

প্রায় ১৬ বছরের শুনানি-পর্বের পরে গত শনিবার বারাণসী বিস্ফোরণ মামলায় ধৃত ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করে গাজিয়াবাদ জেলা আদালত। সোমবার অপরাধীর সাজা ঘোষণার কথা জানান বিচারক। বারাণসী বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝাঁসি এলাকার মুস্তাকিম, জাকারিয়া ও শামীম নামে তিন ব্যক্তি-সহ বেশ কয়েক জনের নাম উঠে ‌এসেছিল। যদিও উত্তরপ্রদেশ পুলিশ শেষ পর্যন্ত তাদের ধরতে পারেনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement