Uttar Pradesh

হনুমানের বংশপরিচয় কি? যোগী বলেছিলেন ‘দলিত’, এ বার তাঁরই মন্ত্রী বললেন ‘নিম্নবর্গীয়’ জাতের কথা

দলিত ভোটব্যাঙ্ককে কাছে টানতে অতীতে হনুমানকে ‘দলিত’ বলে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বার উত্তরপ্রদেশের এক মন্ত্রীর মুখেও শোনা গেল হনুমানের বংশপরিচয়ের কথা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

হনুমানকে দলিত সম্প্রদায়ের বলে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা নিয়ে বিতর্কও কম হয়নি। ওই মন্তব্যের জন্য আইনি নোটিসও পেয়েছিলেন তিনি। এ বার হনুমানকে রাজভর জাতির এক জন বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। তিনি বলেন, “হনুমানের জন্ম হয়েছে রাজভর জাতিতে।” বস্তুত, রাজভর সম্প্রদায়কে একটি ‘নিম্নবর্গীয়’ জাতি হিসাবে বিবেচনা করা হয়। এখনও সরকারি ভাবে কোনও তালিকাভুক্ত হয়নি এই জাতি। তবে তফসিলি জাতি এবং উপজাতির তালিকাভুক্ত করার জন্য দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছে এই সম্প্রদায়।

Advertisement

যোগীর সরকারে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্বে রয়েছেন ওমপ্রকাশ। তিনি বিজেপির জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি)-র নেতা। উত্তরপ্রদেশের বালিয়ার এক জনসভায় বক্তৃতা করার সময়ে ওমপ্রকাশ বলেন, “হনুমানের জন্ম হয়েছিল রাজভর জাতিতে। যখন অহিরাবণ রাম এবং লক্ষ্মণকে পাতালপুরীতে নিয়ে গিয়েছিলেন, তখন কারও সাহস হয়নি তাঁদের ফিরিয়ে আনার। একমাত্র রাজভর জাতিতে জন্ম হওয়া হনুমানের সেই সাহস ছিল। তিনিই রাম এবং লক্ষ্মণকে পাতালপুরী থেকে ফিরিয়ে নিয়ে আসেন।”

এর আগে ২০১৮ সালে রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে যোগীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। দলিত ভোটারদের কাছে টানতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘হনুমানই সবচেয়ে বড় আদিবাসী। সবচেয়ে বড় দলিত। সবচেয়ে বড় বনবাসী। অনেক বঞ্চনা সয়েছেন হনুমান। রাম যখন ছিলেন বনবাসে, তখন আবার রাক্ষসদের হাত থেকে স্থানীয় আদিবাসীদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন হনুমানই। ত্রেতা যুগে যে কাজটা করেছিলেন রাম।’’ ওই মন্তব্যের জন্য অনেকে অসন্তুষ্টও হন। রাজস্থানের ব্রাহ্মণ সমাজ যোগীকে আইনি নোটিসও পাঠায় ওই মন্তব্যের জন্য।

Advertisement
আরও পড়ুন