Death

প্রিয় বান্ধবীর আত্মহত্যা সহ্য করতে পারেননি, খবর শুনে নিজেকেও শেষ করলেন তরুণী!

পুলিশ তদন্তে জানতে পেরেছে, পুষ্পা এবং গায়ত্রী দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দু’জনের হাতেই একে অপরের নাম উল্কি করে লেখা আছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩
Upset over close friend\\\'s death, teen girl dies by suicide in Uttar Pradesh

প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রিয় বান্ধবীর মৃত্যু মেনে নিতে পারেননি। সেই কারণে আত্মঘাতী হলেন ১৮ বছর বয়সি এক তরুণী! উত্তরপ্রদেশের বান্দায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, দুই তরুণীকেই তাঁদের নিজেদের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দু’জনেই আত্মঘাতী হয়েছেন।

Advertisement

শুক্রবার বান্দায় পুষ্পা দেবী প্রজাপতি (১৮) এবং তাঁর বন্ধু গায়ত্রীর দেহ উদ্ধার হয়। বান্দার সার্কেল অফিসার রাজীব প্রতাপ জানিয়েছেন, দিন কয়েক ধরেই গায়ত্রী তাঁর বাবা দেবরাজ বর্মার কাছে শীতের পোশাকের জন্য বায়না করছিলেন। কিন্তু কোনও কারণে দেবরাজ তা কিনে না-দেওয়ায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গায়ত্রী। তাঁর দেহ উদ্ধার করে যখন ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখনই পুলিশের কাছে খবর আসে পুষ্পার আত্মহত্যার ঘটনার।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, পুষ্পা এবং গায়ত্রী দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দু’জনের হাতেই একে অপরের নামের উল্কিও করা আছে। প্রায়ই দু’জনে একসঙ্গে সময় কাটাতেন। ঘুরতে যেতেন। পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলার পর পুলিশের অনুমান, এক জনের আত্মহত্যার খবর সহ্য করতে না পেরে অন্য জন চরম পদক্ষেপ করেন।

Advertisement
আরও পড়ুন