Pahalgam Terror Attack

ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছিলেন পাকিস্তানি স্বামীর কাছে, মেরঠের মহিলাকে আটকানো হল অটারী সীমান্তে

অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার পথে আটকানো হল উত্তরপ্রদেশের মেরঠের এক মহিলাকে। ভারতের নাগরিক ওই মহিলাকে সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২০:৪৬
ভারত-পাক সীমান্তে চলছে সেনাবাহিনীর টহল।

ভারত-পাক সীমান্তে চলছে সেনাবাহিনীর টহল। —ফাইল চিত্র।

অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার পথে আটকানো হল উত্তরপ্রদেশের মেরঠের এক মহিলাকে। ভারতের নাগরিক ওই মহিলাকে সীমান্ত থেকেই ফিরিয়ে দেন সীমান্তরক্ষীরা। ওই মহিলার দাবি, তাঁর স্বামী পাকিস্তানের নাগরিক। কয়েক দিনের জন্য ভারতে এসেছিলেন তিনি। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে পাকিস্তানে ফিরছিলেন তিনি। কিন্তু ভারতের অটারী সীমান্তেই তাঁকে আটকে দেওয়া হয়।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মহিলার নাম সানা। বছর পাঁচেক আগে করাচির এক চিকিৎসক বিলালের সঙ্গে তাঁর বিয়ে হয়। তার পর বৈধ ভিসা নিয়েই পাকিস্তানে থাকতেন তিনি। সম্প্রতি অসুস্থ বাবা-মাকে দেখতে কয়েক দিনের জন্য ভারতে ফেরেন। সানার তিন বছরের ছেলে এবং এক বছরের মেয়েকে অবশ্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কারণ দু’জনেই পাকিস্তানের নাগরিক। এই পরিস্থিতিতে সানাকে অটারী সীমান্ত থেকেই ফিরে যেতে হচ্ছে।

এই প্রসঙ্গে মেরঠের ওই মহিলা বলেন, “আমার স্বামী আমাকে নিতে সীমান্তের ও পারে অপেক্ষা করছিল। কী যে হল কিছুই বুঝলাম না। আমার সন্তানেরা এখানে আমার সঙ্গে থাকতে পারল না। আর আমিও ওদের সঙ্গে যেতে পারলাম না।

পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক লড়াই। এই লড়াইয়ের অঙ্গ হিসাবেই পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। যাঁরা ‘মেডিক্যাল ভিসা’য় ভারতে এসেছেন তাঁদের ক্ষেত্রে ভিসা বাতিল হচ্ছে ২৯ এপ্রিল। পাশাপাশি, বিদেশ মন্ত্রক নাগরিকদের পরামর্শ দিয়ে জানিয়েছে, কোনওমতেই আর পাকিস্তান সফরে যাওয়া চলবে না। যাঁরা পাকিস্তানে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে সে দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে। গত দু’দিনে অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরেছেন সে দেশের ২৫০ জন নাগরিক।

Advertisement
আরও পড়ুন