— প্রতিনিধিত্বমূলক চিত্র।
একটি মোবাইল ফোনকে ঘিরে শুরু হয়েছিল পারিবারিক বিবাদ। ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে। সেই বচসা চলাকালীন ফুটপাতে পড়ে গিয়ে মৃত্যু হল বছর ৪৫-র যুবকের। আর ছেলের মৃত্যুর খবর শুনে হৃদ্রোগে মৃত্যু হল বৃদ্ধা মায়েরও। শনিবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ঘটনাটি ঘটেছে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মা ও ছেলে দু’জনেই বালিয়া জেলার বাড়ীয়া থানার এক গ্রামের বাসিন্দা। যুবকের নাম দীননাথ। শনিবার রাতে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে দীননাথদের পরিবারে বিবাদ শুরু হয়। বিবাদের মাঝে হঠাৎই ফুটপাতে পড়ে যান ওই যুবক। তাঁর মাথায় চোট লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের অতিরিক্ত সুপার কৃপা শঙ্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর পর হাসপাতাল থেকে দীননাথের দেহ বাড়িতে নিয়ে আসেন পরিজনেরা। ছেলের মৃত্যুর খবর শুনেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ৯২ বছরের বৃদ্ধা মা ফুলঝরিয়া দেবী। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, হৃদ্রোগে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দীননাথের ভাই দীপ নারায়ণ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বচসার মাঝে কী ভাবে ওই যুবক পড়ে গেলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মা ও ছেলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।