Pan Card 2.0

কাজ চলবে পুরনো কার্ডেই, নতুন প্যান নিয়ে সিদ্ধান্তে বিভ্রান্তি সৃষ্টি হতেই বার্তা দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক

‘ডায়নামিক কিউআর কোড’-সহ এই প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে বলে সরকারের দাবি। তার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৯:১২
পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বদলের প্রয়োজন নেই।

পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বদলের প্রয়োজন নেই। — প্রতীকী চিত্র।

সদ্য ২৪ ঘণ্টা আগে নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অত্যাধুনিক সেই প্যান কার্ডে থাকবে ‘ডায়নামিক কিউআর কোড’। এই নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দেওয়ায় মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়, যাঁদের কাছে এখন প্যান কার্ড রয়েছে, তাঁদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই।

Advertisement

সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির প্যান কার্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ‘ডায়নামিক কিউআর কোড’-সহ এই প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে বলে সরকারের দাবি। তার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, সবাইকে কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড বদলে কি নতুন প্যান কার্ড আসবে? অনেকের প্রশ্ন, প্যান কার্ড পাওয়ার সময় যে ঠিকানায় থাকতেন, তার পরে ঠিকানা বদলে গিয়েছে। এখন আয়কর দফতর যদি নতুন প্যান কার্ড পাঠায়, তা হলে তো তা পুরনো ঠিকানায় চলে যাবে! যাঁদের প্যান কার্ডে কিউআর কোর্ড নেই, তাঁদের কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে?

এই বিভ্রান্তির মধ্যে আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন ব্যবস্থায় নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই। প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটিও বদল হবে না। তবে প্যানে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা ‘প্যান ২.০’ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেও কেউ এই সব তথ্য সংশোধনের জন্য আধার কার্ড হাতে অনলাইনে আবেদন করতে পারেন। যে হেতু আধার কার্ডের সঙ্গে প্যান নম্বরের সংযুক্তিকরণ করা হয়েছে, তা-ই এতে সমস্যা হবে না। তার জন্য https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.html , https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/homeaddresschange পোর্টালে আবেদন করা যাবে। এতে কোনও খরচ লাগবে না। অন্য কোনও সংশোধনের প্রয়োজন হলেও নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদনকরা যাবে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য, যাঁদের প্যান কার্ড জারি হওয়ার পরে ঠিকানা বদলেছে, তাঁদেরও দুশ্চিন্তার কারণ নেই। তাঁদের পুরনো ঠিকানায় কোনও প্যান কার্ড যাবে না। যদি না তাঁরা নাম, ঠিকানা ইত্যাদি সংশোধন করে নতুন প্যান কার্ডের জন্যআবেদন করেন।

সাধারণ মানুষের প্রশ্ন, ‘ডায়নামিক প্যান কার্ড’-এ যে কিউআর কোড থাকবে বলা হচ্ছে, তাতে কী লাভ হবে? অর্থ মন্ত্রকের বক্তব্য, কিউআর কোড একেবারে আনকোরা বিষয় নয়। ২০১৭-১৮ থেকে জারি করা প্যান কার্ডে কিউআর কোড থাকে। নতুন ব্যবস্থায় ডায়নামিক কিউআর কোড থাকবে, যাতে সংশোধিত তথ্যও দেখা যাবে। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা ‘প্যান ২.০’ চালু হওয়ার পরেও করা যাবে। কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য, যেমন ছবি, সই, নাম, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হয়।

ব্যবসায়ী, শিল্প সংস্থাগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ২০২৩-এর বাজেটেই বলা হয়েছিল, সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। ওই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান-ই এ জন্য ব্যবহার করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে। ‘প্যান ২.০’ চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটিই পোর্টাল চালু হবে। পোর্টাল চালু হলে তার ওয়েব-ঠিকানাজানানো হবে।

যাঁদের কাছে একাধিক প্যান কার্ড রয়েছে, তাঁদের জন্য কেন্দ্রের বক্তব্য, অতিরিক্ত প্যানের কথা অবিলম্বে স্থানীয় অ্যাসেসিং অফিসারকে জানিয়ে তা বাতিল করতে হবে। আয়কর আইনে কারও একটির বেশি প্যান থাকতে পারে না। আধুনিক প্যান ব্যবস্থা থাকলে একই ব্যক্তির নামে একাধিক প্যান থাকার সমস্যা কেটে যাবে। নতুন ব্যবস্থায় প্যান সংক্রান্ত সমস্যার জন্য কল সেন্টার, হেল্প ডেস্ক চালু হবে। নতুন ব্যবস্থাতেও বিনামূল্যে প্যান কার্ড দেওয়া হবে।

আরও পড়ুন
Advertisement