— প্রতীকী চিত্র।
পাকুল ডুল জলবিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনার জেরে উত্তেজনা বাড়ছে জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায়। গত ৪ ডিসেম্বর পাকুল ডুল প্রকল্পের কর্মীদের নিয়ে একটি গাড়ি খাদে পড়ে যায়। গাড়িটিতে প্রায় ৫০-৬০ জন কর্মী ছিলেন। অনেকে আহত হন।
তার পরেই শুরু হয় আন্দোলন। দুর্ঘটনার পরে উদ্ধারকার্য এবং মেডিক্যাল সাহায্য পাঠানোর ক্ষেত্রে দেরি করা হয়েছে বলে দাবি করেন প্রকল্পের কর্মী ও স্থানীয়দের একাংশ। ফলে কিস্তওয়ারের ডেপুটি কমিশনার, বিজেপি বিধায়ক সুনীল শর্মা ও উপরাজ্যপাল মনোজ সিন্হার বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রাক্তন পিডিপি বিধায়ক ফিরদৌস টাকও বিক্ষোভে যোগ দেন। তাঁর দাবি, পাকুল ডুল প্রকল্পে গত মাসেও এক রোলার চালকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। শেষ পর্যন্ত আন্দোলনের জেরে ক্ষতিপূরণ ও মৃতের স্ত্রীকে বেতন দেওয়ার আশ্বাসের পরে সমস্যা মিটেছিল। এর মধ্যে বিজেপি বিধায়ক সুনীল শর্মা আন্দোলন নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করায় সমস্যা আরও জটিল হয়। অভিযোগ, এর পরে ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স আসতে বাধা দেন আন্দোলনকারীরা। অ্যাম্বুল্যান্স চালককে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা।