মাথায় হাতুড়ির বাড়ি মেরে বন্ধুকে খুন করল কিশোর! — প্রতিনিধিত্বমূলক চিত্র।
বচসার মাঝে মাথায় হাতুড়ির বাড়ি মেরে বন্ধুকে খুন করল কিশোর! বৃহস্পতিবার সকালে কেরলের ত্রিসুর জেলার রামবর্মাপুরমের একটি হোমে ঘটনাটি ঘটেছে। ১৬ বছরের ওই কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম অভিষেক। ১৭ বছরের ওই কিশোর ইরিঞ্জালাকুড়ার বাসিন্দা। ছোট থেকেই রামবর্মাপুরমের একটি আবাসিক হোমে থাকত সে। হোমের আবাসিকেরা জানাচ্ছেন, বুধবার গভীর রাতে কোনও একটি বিষয় নিয়ে অভিষেকের সঙ্গে বচসা বাধে ১৬ বছর বয়সি আর এক কিশোরের। বচসা গড়ায় হাতাহাতিতে। এক পর্যায়ে হাতুড়ি নিয়ে সজোরে বন্ধুর মাথায় ঘা বসিয়ে দেয় অভিযুক্ত কিশোর। দ্রুত তাকে ত্রিসুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয়েছে তার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভিয়ুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, হাতুড়ির ঘায়ে মাথা থেঁতলে গিয়েছিল নিহত কিশোরের। তবে কী থেকে বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। মৃতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ওই হোমের অন্যান্য আবাসিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।