Taj Mahal

ঘন ধোঁয়াশায় মিলিয়ে গেল তাজমহল! তাপমাত্রার সঙ্গে নামল আগরার দৃশ্যমানতাও

আগরায় দূষণের দাপট বাড়ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্য অনুযায়ী, আগরার বাতাসের গুণগত মান গত কয়েক দিনে খারাপ পর্যায়ে পৌঁছেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৩:০৫
ধোঁয়াশায় ঢাকা তাজমহল। ছবি: সংগৃহীত।

ধোঁয়াশায় ঢাকা তাজমহল। ছবি: সংগৃহীত।

দূষণ তো আছেই, তার সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করায় উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় ধোঁয়াশার দাপটও বাড়ছে। বৃহস্পতিবার সকাল হতেই দেখা গিয়েছে, ধোঁয়াশায় মিলিয়ে গিয়েছে তাজমহল। তেমনই কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

আগরায় দূষণের দাপট বাড়ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্য অনুযায়ী, আগরার বাতাসের গুণগত মান গত কয়েক দিনে খারাপ পর্যায়ে পৌঁছেছে। শহরের আশপাশে শস্যের গোড়া পোড়ানো চলছে। ফলে দূষণের মাত্রা আরও বাড়িয়েছে। সেই সঙ্গে ধোঁয়াশার দাপটও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিন ধরেই আগরা এবং তার আশপাশের এলাকা ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে থাকছে। দৃশ্যমানতা নেমে যাওয়ায় সড়কপথে যাতায়াতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

তাপমাত্রাও নামতে শুরু করেছে আগরা-সহ গোটা উত্তরপ্রদেশে। আগরার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও সর্বনিম্ম তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত ঘন ধোঁয়াশায় ঢাকা থাকবে আগরা।

শস্যের গোড়া পোড়ানো নিয়ে প্রতি বছরই অভিযোগ ওঠে। দূষণের জন্য বার বারই উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানার বিরুদ্ধে আঙুল তোলে দিল্লি সরকার। এ বারও তার অন্যথা হয়নি। যদিও এ বার দূষণ ঠেকাতে কেন্দ্র সরকার দিল্লি এবং সংলগ্ন অঞ্চলগুলিতে কৃষকদের সতর্কবার্তাও দিয়েছে।

Advertisement
আরও পড়ুন