Supreme Court

শুধুমাত্র সম্পর্ক না টেকার কারণে প্রাক্তনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা যায় না, জানাল শীর্ষ আদালত

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারী তাঁর প্রাক্তনের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে ছিলেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। অভিযোগকারীর সম্মতি ছা়ড়া দীর্ঘ দিন সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করছে আদালত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:৫৯
ধর্ষণের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট।

ধর্ষণের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কেবলমাত্র প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য প্রাক্তনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যায় না। বুধবার এক মামলায় এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ। আদালতের মন্তব্য, অভিযোগকারী দীর্ঘদিন অভিযুক্তের সঙ্গে সম্পর্কে আবদ্ধ থেকেছেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও স্থাপিত হয়েছে। অভিযোগকারীর সম্মতি ছাড়া এই দীর্ঘ সময় একটি প্রেমের সম্পর্ক টিকে ছিল, এ কথা যুক্তিগ্রাহ্য বলে মনে করছে না শীর্ষ আদালত। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, ধর্ষণের মামলাটি খারিজ করে দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।

Advertisement

আদালতের পর্যবেক্ষণ, দু’জনের সম্মতিতে গড়ে ওঠা একটি সম্পর্ক শেষ পর্যন্ত বিবাহ পর্যন্ত না এগোলে, সেটিকে অপরাধ বলে দেগে দেওয়া যায় না। মামলাকারীর অভিযোগ, ওই ব্যক্তি তাঁর বাড়ির ঠিকানা খুঁজে বার করেছিলেন এবং জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এই অভিযোগ দেখেও বিস্মিত হয়েছে আদালত। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, অভিযোগকারী নিজে থেকে ঠিকানা প্রকাশ না করলে, তা অভিযুক্তের পক্ষে জানা সম্ভব নয়। অভিযোগকারীর সম্মতি না থাকলে অভিযুক্তের পক্ষে দীর্ঘ সময় ধরে প্রেম টিকিয়ে রাখা বা শারীরিক সম্পর্ক রাখা সম্ভব নয় বলেও মনে করছে আদালত।

মহিলা ২০১৯ সালে তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানিয়েছিলেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সাবেক ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(এন) ধারায় একাধিক বার ধর্ষণের মামলা দায়ের হয়েছিল। প্রথমে দিল্লির এক নিম্ন আদালতে মামলাটি ছিল। পরে মামলা খারিজের আবেদন নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। দিল্লি হাই কোর্ট জানিয়েছিল, মামলা খারিজ না হওয়ার জন্য যথেষ্ট প্রাথমিক প্রমাণ রয়েছে।

আরও পড়ুন
Advertisement