Pawan Kalyan

পবন কল্যাণের কনভয়ের কারণে রাস্তা বন্ধ, সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতেই পারলেন না পরীক্ষার্থীরা

বিশাখাপত্তনম সিটি পুলিশ অভিভাবকদের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, নির্দেশ অনুসারে শিক্ষার্থীদের সকাল ৭টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হত। ওই সময় ওই এলাকায় কোনও যানজট ছিল না। সকাল ৮টা ৪১ মিনিট নাগাদ ওই এলাকা দিয়ে উপমুখ্যমন্ত্রীর কনভয় যায়

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৫:০৮
Students claim to have missed JEE exam due to Deputy Chief Minister\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s convoy in Andhra Pradesh

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। —ফাইল চিত্র।

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের কনভয়ের কারণে বন্ধ রাস্তা। সেই যানজটে আটকে পড়ার কারণে ২০ জনের বেশি জেইই পরীক্ষার্থী সময়ে পৌঁছোতেই পারলেন না পরীক্ষাকেন্দ্রে! এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে বিশাখাপত্তনমে। যদিও পুলিশ সেই সব অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের পেন্ডুরথিতে আয়ান ডিজিটাল পরীক্ষাকেন্দ্রের কাছে। অন্তত ১৩ জন পরীক্ষার্থীর অভিভাবকেরা পরীক্ষাকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দেরিতে আসার কারণে তাঁদের সন্তানদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি! প্রশ্ন উঠেছে, কেন দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোলেন ওই পরীক্ষার্থীরা? সমাজমাধ্যমে একাধিক ছবি এবং ভিডিয়ো ছড়িয়েছে। সেই সব ছবি, ভিডিয়োয় দাবি করা হয়, পবনের কনভয় যাওয়ার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে পরীক্ষার্থীরা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে পারেননি।

যদিও বিশাখাপত্তনম সিটি পুলিশ অভিভাবকদের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, নির্দেশ অনুসারে শিক্ষার্থীদের সকাল ৭টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার কথা ছিল। সকাল ৮টায় পরীক্ষাকেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হবে। ওই সময় ওই এলাকায় কোনও যানজট ছিল না। সকাল ৮টা ৪১ মিনিট নাগাদ ওই এলাকা দিয়ে উপমুখ্যমন্ত্রীর কনভয় যায়। তাই তাঁর কনভয় যাওয়ার সঙ্গে পরীক্ষার্থীদের দেরি হওয়ার কোনও সম্পর্ক নেই। বিশাখাপত্তনম সিটি পুলিশ জানিয়েছে, সাড়ে ৮টা পর্যন্ত বিআরটিএস রোড বা সার্ভিস রোড সংলগ্ন এলাকায় কোনও যান চলাচল বন্ধ করা হয়নি।

তবে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পবন। উপমুখ্যমন্ত্রীর দফতর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বলা হয়েছে, ‘‘উপমুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন, তাঁর সফরের কারণে যেন কারও সমস্যা না হয়।’’

Advertisement
আরও পড়ুন