Yogi-Kalyan

যোগীর সঙ্গে সাক্ষাৎ কল্যাণের, অস্বস্তি-ক্ষোভ তৃণমূলের অন্দরে

তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে দলের শীর্ষ স্তরের একাংশ ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, এটি নিছক রাজভাষা কমিটির প্রতিনিধি দলের বিষয় নয়, ব্যাপারটা ঘোরতর রাজনৈতিক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৭
যোগী আদিত্যনাথের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

যোগী আদিত্যনাথের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

বিজেপির বিরুদ্ধে যাঁকে সবচেয়ে বেশি গলা চড়াতে দেখা যায়, সেই তৃণমূলের লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখোমুখি। তবে কল্যাণ জানাচ্ছেন, কোনও ব্যক্তিগত বৈঠক নয়, লখনউয়ে তিনি গিয়েছিলেন সংসদীয় রাজভাষা কমিটির (যার চেয়ারম্যান অমিত শাহ) প্রতিনিধি দলের সঙ্গে। গত মঙ্গলবার যোগীর সঙ্গে বৈঠক করে এই রাজভাষা কমিটি।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে দলের শীর্ষ স্তরের একাংশ ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, এটি নিছক রাজভাষা কমিটির প্রতিনিধি দলের বিষয় নয়, ব্যাপারটা ঘোরতর রাজনৈতিক। কেন্দ্রীয় বঞ্চনা এবং বাবাসাহেব অম্বেডকরের বিষয়টি নিয়ে রাজ্যে যখন বিজেপি-বিরোধী আন্দোলন চালাচ্ছে দল, তখন তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতার উচিত ছিল যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করাটা এড়িয়ে যাওয়া।

এই নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “কোনও সাংসদ, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গেলে দলনেতাকে জানানোর প্রয়োজন হয় না। আর আমরা প্রায়ই এই কারণে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি।” আর কল্যাণবাবুর কথায়, “আমাদের কমিটির দায়িত্ব সরকারি ভাষাকে আরও বেশি করে প্রশাসনের বিভিন্ন কাজে লাগাতে সাহায্য করা। এই কারণে বিভিন্ন
রাজ্যে যেতে হয়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই।”

যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতে, ওয়াকফ থেকে অম্বেডকর— প্রতিটি বিষয়েই হিন্দুত্ববাদী দলের অবস্থানকে যখন সংসদের ভিতরে ও বাইরে বিরোধিতা করছে তৃণমূল, তখন তার প্রধান সৈনিক হয়ে কল্যাণের এই যোগী-সাক্ষাৎ দলের জন্য অস্বস্তির।

Advertisement
আরও পড়ুন