Snake in Train

আবার সাপ ট্রেনে! জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াল, তদন্ত শুরু রেলের

সংবাদ সংস্থা পিটিআইকে পশ্চিম-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, ট্রেনের কামরায় সাপ পাওয়া গিয়েছে বলে একটি অভিযোগ হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৬:৩৬
জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস থেকে সাপ উদ্ধার। ছবি: সংগৃহীত।

জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস থেকে সাপ উদ্ধার। ছবি: সংগৃহীত।

আবারও ট্রেনের মধ্যে সাপের আতঙ্ক ছড়াল। এ বার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জবলপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস। বার বার একই রকম ঘটনা ঘটায় পরিষেবা নিয়ে ভারতীয় রেলের বিরুদ্ধে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রীদের অভিযোগ, ট্রেনের ভিতরে যত্রতত্র সাপ ঘুরে বেড়াচ্ছে। এটা কোনও ভাবেই কাম্য নয়। যাত্রীরা নিরাপত্তা তা হলে কোথায়? প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement

ঘটনাটি দু’দিন আগের হলেও জনশতাব্দীর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে রেল। সংবাদ সংস্থা পিটিআইকে পশ্চিম-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, ট্রেনের কামরায় সাপ পাওয়া গিয়েছে বলে একটি অভিযোগ হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তবে কী ভাবে ট্রেনে সাপ এল, কোথাও কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্রেনটি জবলপুর যাচ্ছিল। হঠাৎই কয়েক জন যাত্রী দেখেন ব্যাগপত্তর রাখার বাঙ্কার থেকে উঁকি মারছে একটি সাপ। খবর চাউর হতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটিকে উদ্ধার করা হয়। এই প্রথম নয়, এর আগেও গত সেপ্টেম্বরে জবলপুর থেকে মুম্বইগামী গরিবরথ এক্সপ্রেসে সাপ পাওয়া গিয়েছিল। আবার অক্টোবরে ঝাড়খণ্ড থেকে গোয়াগামী ভাস্কো-দা-গামা এক্সপ্রেসের এসি কোচে ট্রেন পাওয়া গিয়েছিল। ট্রেনের কর্মীরাই সেই সাপ উদ্ধার করেন।

আরও পড়ুন
Advertisement